Kolkata House Plan Sanction: খরচ কমিয়ে দিল অর্ধেক, এবার কলকাতায় বাড়ি তৈরিতে মধ্যবিত্তদের মুখে ফুটবে হাসি

Shyamali Das

Published on:

Advertisements

Kolkata: ছোট হোক অথবা বড়, নিজের একটি বাড়ি থাকবে এই স্বপ্ন প্রত্যেক মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত শ্রেণীর মানুষেরা দেখে থাকেন। তবে খরচের দিকে তাকিয়ে অনেকেরই সেই স্বপ্নপূরণ হয় না। এবার অবশ্য সেই স্বপ্ন পূরণের জন্য কলকাতা পৌরনিগম দারুণ এক ব্যবস্থা গ্রহণ করলো। আর সেই ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে বাড়ি তৈরীর একটি ক্ষেত্রে খরচ অর্ধেক করে দিল। কলকাতা পৌর নিগমের এমন সিদ্ধান্তে বহু মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্তদের মুখে হাসি ফুটবে।

Advertisements
কলকাতা পৌর নিগমের সিদ্ধান্ত :

কলকাতা পৌর নিগমের তরফ থেকে মূলত বাড়ি তৈরির জন্য যে স্যাংশন (Kolkata House Plan Sanction) দেওয়া হয় তার খরচ অর্ধেক করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেশ কিছু শর্তসাপেক্ষে। বিষয়টি অনেক তুচ্ছ মনে হলেও কলকাতার মতো এলাকায় এই ধরনের স্যাংশন নিতে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়। আর সেই খরচ এবার কমে অর্ধেক হয়ে যাচ্ছে।

Advertisements
মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য :

শহর কলকাতায় বহু মানুষ রয়েছেন যাদের সম্বল ১ থেকে ২ কাঠা জমি। সেই জমির উপরই তারা নিজেদের বাড়ি তৈরি করতে চান। এক্ষেত্রে স্যাংশন বাবদ বিপুল টাকা খরচ হওয়ার দিকে তাকিয়ে অনেক মানুষই রয়েছেন যারা বাড়ি তৈরির জন্য সাহস করতে পারছিলেন না। নতুন এই সিদ্ধান্তের ফলে ছাড়ের দিকে তাকিয়ে তাদের সাহস আসবে এবং তারা নিজেদের মাথার ছাদ তৈরির জন্য কয়েক পা এগিয়ে যাবেন। যারা ছোট বাড়ি তৈরি করতে চান তারা এই সুবিধা পাবেন।

Advertisements

আরও পড়ুন : শুধু ভারত নয়, আরও ৫টি দেশে ১৫ই আগস্ট পালিত হয় স্বাধীনতা দিবস

ছাড় পাওয়ার ক্ষেত্রে শর্ত :

কলকাতা পৌর নিগমের মেয়র ফিরাহাদ হাকিম জানিয়েছেন, এই ছাড় কেবল সেই সকল ব্যক্তিদের দেওয়া হবে যারা কেবলমাত্র নিজেদের জন্য বাড়ি অর্থাৎ রেসিডেন্সিয়াল বাড়ি তৈরি করতে চাইছেন। যদি কেউ কমার্শিয়াল বাড়ি তৈরি করতে চান তাহলে কিন্তু ছাড় দেওয়া যাবে না। মেয়রের কথা অনুযায়ী, মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের স্বপ্ন পূরণের জন্যই এমন ছাড় ঘোষণা করা হয়েছে।

স্যাংশন বাবদ কত টাকা ছাড় দেওয়া হচ্ছে?

২ কাঠা থেকে ৩ কাঠা জমির উপর বাড়ি তৈরি করার ক্ষেত্রে আগে যেখানে স্যাংশন বাবদ খরচ করতে হতো ২ লক্ষ ২০ হাজার টাকা, এখন সেই জায়গায় খরচ করতে হবে ১ লক্ষ ২০ হাজার টাকা। হিসেব অনুযায়ী খরচ কমে যাচ্ছে প্রায় অর্ধেক। এর পাশাপাশি যারা এক কাঠা জমির উপর বাড়ি তৈরি করতে চাইছেন তাদের স্যাংশন বাবদ দিতে হবে ৪০ হাজার টাকা। ১ কাঠা থেকে ২ কাঠার মধ্যে বাড়ি তৈরি করার পরিকল্পনা থাকলে স্যাংশন বাবদ দিতে হবে ৭০ হাজার টাকা।

Advertisements