Purba Medinipur: হাতে একদিন দুদিন ছুটি পেলেই ভ্রমণপিপাসু বাঙ্গালীদের ছুটে যেতে দেখা যায় পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) দীঘা সমুদ্র সৈকতে। যারা কোলাহল পছন্দ করেন না তারা আবার ছুটে যান মন্দারমনিতে। কিন্তু দীঘা ও মন্দারমনির (Digha-Mandarmani) মতো সমুদ্র সৈকতে গত মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত অর্থাৎ তিন মাসে ১০ জন প্রাণ হারিয়েছেন। প্রত্যেকেই সমুদ্রের স্নান করতে নেমে প্রাণ হারান।
মাত্র তিন মাসে ১০ জন মানুষের প্রাণ হারানো রীতিমতো চিন্তায় ফেলেছে পর্যটকদের। কেননা দীঘা মন্দারমনি কেবলমাত্র বাঙালি পর্যটকদের ঘুরতে আসার জায়গা নয়, দীঘা মন্দারমনি দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকদের ঘুরতে আসার জায়গা। এক্ষেত্রে আনন্দ করতে এসে সেই আনন্দ বিষাদে পরিণত হোক তা কেউই চান না। আর এমন পরিস্থিতিতে যখন পর্যটকদের মধ্যে আশঙ্কা বাড়ছে তখন নতুন এক ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনিক তরফ থেকে।
কেন ঘটছে বারবার এমন দুর্ঘটনা? মূলত সমুদ্রের ক্ষমতা কতটা না যিনি পর্যটকদের মধ্যে চরম উত্তেজনাবশত প্রশাসনিক বাধা-বিপত্তি নামেনি সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে দেখা যাচ্ছে। বারবার এমন দুর্ঘটনা ঘটা সত্ত্বেও পর্যটকদের মধ্যে চেতন না ফেরার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটেই চলেছে। যেখানে উত্তাল সমুদ্রের নামতে বারবার প্রশাসনের তরফ থেকে বারণ করা হয়, সেই বারণ না শুনেই পর্যটকদের একাংশ ঝাঁপিয়ে দিচ্ছেন সমুদ্রে। স্বাভাবিকভাবেই দুর্ঘটনা বেড়েই চলেছে।
আরও পড়ুন : Digha Tour: দীঘা ঘুরতে যাওয়ার নিয়মে বদল, জেনে নিন আগস্ট থেকে নতুন কি করতে হবে
প্রশাসনের নতুন পদক্ষেপ : বারবার ঘটে চলা এমন দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এবার প্রশাসনের তরফ থেকে আটটি নতুন স্পিডবোট নামানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ওই সকল নতুন স্পিডবোর্ড সমুদ্রে নামানো হবে এবং তাতে জোরে নুলিয়ারা দিঘার প্রত্যেক ঘাটে ঘাটে নজরদারি চালাবেন। এমন পদক্ষেপের পরিপ্রেক্ষিতে দুর্ঘটনা কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে। কেননা নজরদারির ক্ষেত্রে আরও সুবিধা পাবেন নুলিয়ারা।
জেলা বিপর্যয় মোকাবিলা আধিকারিক মৃত্যুঞ্জয় হালদার জানিয়েছেন, “সমুদ্রে বারবার এমন দুর্ঘটনা ঘটে যাওয়ার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আটটি স্পিডবোট কেনার। যেগুলি সমুদ্রের নামিয়ে নজরদারি চালানো হবে পর্যটকদের উপর।” তবে পুলিশ প্রশাসনের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে, পর্যটকরা মূলত নিষেধাজ্ঞাকে অমান্য করেই সমুদ্রে নামার কারণেই এমন দুর্ঘটনা ঘটছে বারবার। যদিও প্রশাসন এবং পুলিশ একসঙ্গে হাতে হাত মিলিয়ে দীঘা মন্দারমনির সমুদ্র সৈকতে এমন দুর্ঘটনা ঠেকানোর জন্য নানান উপায় বের করার চেষ্টা চালাচ্ছে।