কলকাতা : সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteers), এই একটি নামের সঙ্গে গোটা রাজ্যের মানুষই পরিচিত। পরিচিত হবেনই না বা কেন, কেননা সিভিক ভলেন্টিয়াররা একরকম পুলিশের সহযোগী হিসেবে কাজ করে থাকে। তবে সিভিক ভলেন্টিয়ারদের কাজকর্ম নিয়ে এবার ভাবতে শুরু করলো নবান্ন। এমন ভাবার পিছনে অনেক কারণ রয়েছে।
সিভিক ভলেন্টিয়ারদের এখন রাস্তায় ট্রাফিক সামলানোর পাশাপাশি থানায় বিভিন্ন রকম কাজ করতে দেখা যায়। তবে নিয়ম বলছে, সিভিক ভলেন্টিয়াররা অনেক কিছু কাজই রয়েছে যেগুলি করতে পারেনা। যেমন তারা কোথাও তল্লাশিতে যেতে পারেনা, থানায় জিডি অথবা তদন্ত সংক্রান্ত কোনো ফাইল তাদের ঘেঁটে দেখার অধিকার নেই। কিন্তু এমন আইন রাজ্যের প্রায়ই সব জায়গাতেই অবজ্ঞা হচ্ছে।
রাজ্যের অধিকাংশ থানাতেই লক্ষ্য করা যায়, সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে এমন কিছু কাজ করানো হয় যেগুলি তাদের অধিকারের বাইরে। কেননা তাদের দিয়েই তদন্তের কাছ থেকে শুরু করে কেন্দ্রের বিভিন্ন পোর্টালে ডেটা আপলোড ইত্যাদির কাজ তারা করছেন থানায় বসে। তবে এই সকল কাজ নিয়ে এবার তথ্য সংগ্রহ করা শুরু করলো নবান্ন। মূলত আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার পর নবান্ন নড়েচড়ে বসে নানান তথ্য সংগ্রহ করতে শুরু করেছে।
রাজ্যে পুলিশ কর্মীদের অভাব ঠেকানোর জন্য সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা হলেও তাদের কাজের গণ্ডি নিয়ে নবান্নের তরফ থেকে বিভিন্ন সময় নির্দেশিকা জারি করেছে মূলত আদালতের নির্দেশে। তবে আদালতের নির্দেশের পরও বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার করতে। এমনকি যাতে কেউ বুঝতে না পারে তার জন্য তাদের জলপাই পোশাক থেকে শুরু করে হাতে লাঠি, ওয়াকিটকি ইত্যাদি ধরানো হচ্ছে।
এছাড়াও বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠছে থানার পুলিশরা সিভিক ভলেন্টিয়ারদের তল্লাশিতে পাঠানোর কাজও করছেন। এই সকল ঘটনার পাশাপাশি অভিযুক্তদের সঙ্গে যোগসাজসের পরিপ্রেক্ষিতে বিভিন্ন গোপন তথ্য পাচার করা হচ্ছে। এমন নানান নিয়ম ভঙ্গ করার পরিপ্রেক্ষিতে এবার নবান্নের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার অর্থাৎ তাদের কোন কোন কাজে নিযুক্ত করা যাবে এসব নিয়ে নতুন করে নির্দেশিকা তৈরি করা হচ্ছে। খুব তাড়াতাড়ি ওই নির্দেশিকা আনা হবে বলেই সূত্র মারফত জানা গিয়েছে। আর এমন নির্দেশিকা জারি হলে আশা করা হচ্ছে, সিভিক ভলেন্টিয়ারদের নিয়ম ভঙ্গ করে কাজে লাগানোর বিষয়টি যেমন কমে যাবে ঠিক সেই রকমই সিভিক ভলেন্টিয়ারদের দাপট দেখানো কমে যাবে।