Shalimar: হাতে একদিনের ছুটি পেলেই দিঘার মত সমুদ্র সৈকত ঘুরে আসা যায়। অন্ততপক্ষে কলকাতা ঘেঁষা যে সকল জায়গা রয়েছে সেই সকল এলাকা থেকে সহজেই দীঘা ঘুরে আসা যায় একদিনের ছুটিতে। স্বাধীনতা দিবস উপলক্ষে একদিনের ছুটি কাজে লাগিয়ে এইরকম প্ল্যান অনেকেই করে রেখেছেন। আর যারা এমন প্ল্যান করে রেখেছেন তাদের সুবিধা বাড়িয়ে দিল রেল। কেননা দিঘা যাওয়ার স্পেশাল ট্রেন (Digha Independence day Special Train) চালানো হবে রেলের তরফ থেকে।
রেলের তরফ থেকে দীঘা স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে সেই ট্রেনের টাইম টেবিল এমন ভাবে করা হয়েছে যাতে করে স্বাধীনতা দিবসের একদিনের ছুটি সহজেই কাজে লাগানো যায়। রেলের এমন বন্দোবস্তের ফলে বহু পর্যটক রয়েছেন যারা এই একদিনের ছুটিকে কাজে লাগিয়েই অনায়াসে দীঘা ভ্রমণ করে আসতে পারবেন।
আগামী বৃহস্পতিবার স্বাধীনতা দিবস আর ওই দিন সরকারি ছুটি থাকায় আবার যারা শুক্রবার দিনটিকে ম্যানেজ করতে পারবেন তারা শনিবার ও রবিবার সাধারণ ছুটি হিসেবে টানা চার দিনের ছুটি পেয়ে যাবেন। এই বিষয়টির উপর মাথায় রেখেও অনেকেই কিন্তু রয়েছেন যারা দীঘা ঘুরতে যাওয়ার প্ল্যান করে ফেলেছেন। আর এই সমস্ত পর্যটকদের কথা মাথায় রেখে রেলের তরফে শালিমার থেকে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দীঘা স্পেশাল ট্রেনের সময়সূচী :
ছুটি যাতে কোনভাবে মার না যায় তার জন্য রেলের তরফ থেকে একেবারে প্ল্যান করে ১৫ আগস্ট সকালে শালিমার থেকে দীঘা স্পেশাল ছাড়া হবে। ০২৮৬৭ শালিমার থেকে দিঘা ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল ট্রেনটি শালিমার থেকে সকাল ৮ টার সময় ছাড়বে এবং ট্রেনটি দিঘা পৌঁছাবে সকাল ১১:৫৫ মিনিটে। অন্যদিকে ০২৮৬৮ দীঘা থেকে শালিমার ট্রেনটি ওইদিন অর্থাৎ ১৫ আগস্ট দুপুর ১২:৪৫ মিনিটে ছাড়বে ও শালিমার পৌঁছাবে বিকেল ৪:০৫ মিনিটে।
রেলে তরফ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে দীঘা ও শালিমারের মধ্যে যে স্পেশাল ট্রেনটি চালানো হবে সেই ট্রেনটি দীঘা ও শালিমার ছাড়াও সাঁতরাগাছি, উলুবেরিয়া, বাগনান, মেছেদা, তমলুক, কাঁথি রেল স্টেশনে স্টপেজ দেবে। এর ফলে এই সকল এলাকার বা পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারাও সহজেই স্বাধীনতা দিবসের ছুটিকে কাজে লাগিয়ে দীঘা ভ্রমণ করতে পারবেন। তবে এই স্পেশাল ট্রেনটি কেবলমাত্র একদিনের জন্যই চালানো হবে।