Puri Special Train: স্বাধীনতা দিবসে পুরি ঘুরতে যাওয়ার দারুণ সুযোগ, স্পেশাল ট্রেনের ঘোষণা করল রেল

Shyamali Das

Published on:

Advertisements

Shalimar: এই বছর ১৫ আগস্ট পড়েছে বৃহস্পতিবার। ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে এমনিতেই সরকারি কর্মচারীরা থেকে শুরু করে স্কুল, কাছারি, কলেজ সমস্ত কিছু বন্ধ। যে কারণে ওই ছুটির দিনটিকে কাজে লাগিয়ে অনেকেই রয়েছেন যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন। যারা ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তাদের জন্য রেলের তরফ থেকে বিভিন্ন রুটে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisements

পর্যটকদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ১৫ আগস্টের ছুটিকে কাজে লাগিয়ে পুরি ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন। কেননা বৃহস্পতিবার ছুটি আর শুক্রবার দিনটিকে ম্যানেজ করলেই শনিবার ও রবিবার ছুটি। এই রকম পরিকল্পনা করে যারা পুরি ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন তাদের জন্য রেলের তরফ থেকে একটি স্পেশাল ট্রেন (Puri Special Train) চালানোর সিদ্ধান্ত নেওয়া হল।

Advertisements

রেলের তরফ থেকে পুরি স্পেশাল ট্রেন চালানোর পিছনে মূল উদ্দেশ্য হলো, যারা ১৫ আগস্টের ছুটিতে কাজে লাগিয়ে পুরী ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন অথচ টিকিট পাচ্ছেন না তাদের হাতে সহজেই ট্রেনের টিকিট তুলে দেওয়া। রেলের তরফ থেকে এই স্পেশাল ট্রেনটি চালানো হবে শালিমার স্টেশন থেকে। ১৪ আগস্ট বুধবার স্পেশাল ট্রেনটি পুরীর উদ্দেশ্যে রওনা দেবে এবং ১৫ আগস্ট বৃহস্পতিবার পুরি থেকে ট্রেনটি রিটার্ন করবে।

Advertisements

আরও পড়ুন : SER Trains Reschedule: বদলে গেল হাওড়া-দীঘার দু’জোড়া ট্রেনের সময়সূচি! ভুগতে হবে যাত্রীদের

পুরি স্পেশাল ট্রেনের সময়সূচী :

০২৮১৭ স্পেশাল ট্রেনটি ১৪ আগস্ট বুধবার রাত ১১:০৫ মিনিটে শালিমার স্টেশন থেকে রওনা দেবে এবং ট্রেনটি পুরি পৌঁছাবে ১৫ আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার ঠিক সকাল ৬:১৫ মিনিটে। অন্যদিকে পুরি থেকে শালিমারের উদ্দেশ্যে ০২৮১৮ ট্রেনটি রাত ১১:২০ মিনিটে রওনা দেবে এবং ট্রেনটি শালিমার এসে পৌঁছাবে ১৬ আগস্ট অর্থাৎ শুক্রবার সকাল ৮ টা ৫০ মিনিটে। এক্ষেত্রে পর্যটকরা চাইলে একদিনেই পুরীর সমুদ্রের স্নান এবং জগন্নাথ দেবের দর্শন করে ফের বাড়ি ফিরে আসতে পারবেন পরদিন। আবার চাইলে থাকার প্ল্যানও করা যেতে পারে।

শালিমার ও পুরীর মধ্যে যাতায়াত করা এই স্পেশাল ট্রেনটি হাতেগোনা কয়েকটি স্টেশনের স্টপেজ দেবে বলে রেলের তরফ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী শালিমার ও পুরী দুই প্রান্তিক স্টেশন ছাড়া ট্রেনটি স্টপেজ দেবে কেবলমাত্র সাঁতরাগাছি, খড়গপুর এবং বালেশ্বর স্টেশনে। সুতরাং যারা ১৫ আগস্টের ছুটিতে কাজে লাগিয়ে পুরী ঘুরতে যাওয়ার প্ল্যান করছিলেন কিন্তু টিকিট পাচ্ছিলেন না তাদের জন্য এর থেকে ভালো অপশন আর কিছু হতে পারে না।

Advertisements