PUC Failed Penalty: গাড়ির ধোঁয়া পরীক্ষার জরিমানার নিয়মে বদল, এবার স্বস্তি পাবেন সাধারণ মানুষরা

Shyamali Das

Published on:

Advertisements

WB Transport Department: যানবাহন রাস্তায় বের করার ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বেশ কিছু নথিপত্র থেকে শুরু করে ফিট রাখতে হয় যানবাহন। আর তা না হলেই নিয়ম অনুযায়ী ওই সকল যানবাহনের উপর জরিমানা চাপানো হয়। ঠিক সেই রকমই ধোঁয়া পরীক্ষার কাগজপত্র ঠিক না থাকলে বিপুল পরিমাণে জরিমানা (PUC Failed Penalty) দিতে হয়।

Advertisements

যেকোনো যানবাহনের ধোঁয়া পরীক্ষা করানো না থাকলে অথবা ধোঁয়া পরীক্ষায় ওই যানবাহন উত্তীর্ণ না হলে তা রাস্তায় বের করলে ১০০০০ টাকা জরিমানা নেওয়ার নিয়ম রয়েছে। তবে এই টাকা বিপুল অংকের হওয়ার কারণে জরিমানার পরিমাণ কমানোর জন্য আবেদন জানানো হয়। আর এইসবের পরিপ্রেক্ষিতেই এবার নতুন সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহন দপ্তর (WB Transport Department)।

Advertisements

রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী সম্প্রতি বিভিন্ন বেসরকারি পরিবহন সংস্থার সঙ্গে বৈঠক করেন। যে বৈঠকে ওই সকল সংস্থার তরফ থেকে জানানো হয়, শহরের বিভিন্ন এলাকায় স্বয়ংক্রিয় দূষণ মাপার মেশিন বসানো হয়েছে। ওই সকল মেশিন যে সব এলাকায় রয়েছে সেই সকল এলাকা দিয়ে বৈধ পিইউসি থাকা যানবাহনের মালিকদের কাছেও জরিমানার মেসেজ আসছে। তবে এই বিষয়টি নিয়ে জানানো হয়েছে অন্য কথা।

Advertisements

আরও পড়ুন : WB Police Job: বেতন ৪০ হাজার, রাজ্য শুরু হয়ে গেল পুলিশে নিয়োগের আবেদন

জানানো হয়েছে, ধোঁয়া পরীক্ষার ডেট শেষ হওয়ার সাতটি কাজের দিনের মধ্যে যদি কেউ ধোঁয়া পরীক্ষা না করিয়ে থাকেন তাহলে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে। রাজ্য পরিবহন দপ্তরের এমন সিদ্ধান্তের কথা সামনে আসতেই রীতিমতো মাথায় বাজ পড়েছে রাজ্যের বাসিন্দাদের মধ্যে। আর এরপরই জরিমানা কমানোর আবেদন জানানো হয়। আর সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই রাজ্য পরিবহন দপ্তর নতুন সিদ্ধান্ত নিয়েছে।

এক্ষেত্রে রাজ্য পরিবহন দপ্তর যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ যদি ধোঁয়া পরীক্ষা না করান তাহলে তার থেকে প্রথমবার জরিমানা নেওয়া হবে ২০০০ টাকা। অর্থাৎ জরিমানা হিসেবে অনুযায়ী পাঁচ গুণ কমানো হয়েছে। তবে যদি একই কারণে দ্বিতীয়বার ধরা পড়েন তাহলে তখন জরিমানা নেওয়া হবে পাঁচ হাজার টাকা। আর যদি একই কারণে তৃতীয়বার ধরা পড়েন সেক্ষেত্রে জরিমানার পরিমাণ বেড়ে হয়ে যাবে ১০ হাজার টাকা। এক্ষেত্রে তিনটি ধাপে জরিমানা ধার্য করার ফলে স্বাভাবিকভাবেই স্বস্তি ফিরেছে সাধারণ মানুষদের মধ্যে। কেননা ভুল হলে প্রথমবার জরিমানা দিয়েই অনেকে ভুল সংশোধনের সুযোগ পাবেন। আর প্রথমবার জরিমানা দিতে হলে জরিমানার পরিমাণ আগের তুলনায় পাঁচ গুণ কম দিতে হবে।

Advertisements