বাংলাএক্সপি ডেস্কঃ প্রতিযোগিতার বাজারে আর নিজেদের এক বিন্দু পিছিয়ে রাখতে চাইছে না রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL)। দেশের এই টেলিকম সংস্থাটি অন্যান্য টেলিকম সংস্থার মতোই 4G, 5G পরিষেবা দিতে মুখিয়ে রয়েছে। তাদের উন্নতমানের পরিসেবার জাল এখন দেশের বিভিন্ন প্রান্তে বিছিয়ে দেওয়ার কাজ চালানো হচ্ছে। এসবের মধ্যেই বিএসএনএল তাদের একটি প্ল্যানের উপর ১০০ টাকা ছাড় দেওয়ার ঘোষণা করল।
জিও হোক অথবা এয়ারটেল বা ভিআই, প্রত্যেক টেলিকম সংস্থা জুলাই মাস থেকে তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম বৃদ্ধি করার ঘোষণা করতেই ধাপে ধাপে বহু গ্রাহক রয়েছেন যারা এই সকল টেলিকম সংস্থা ছেড়ে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএলে নাম লেখাচ্ছেন। প্রতিযোগিতার বাজারে এখন মাস কয়েক ধরে বিএসএনএল তাদের হারিয়ে যাওয়া গ্রাহকদের ফিরে পাচ্ছে। জুলাই মাসের শুরু থেকে বিএসএনএল মাত্র ১৫ দিনে ১৫ লক্ষ গ্রাহক বৃদ্ধি করেছে। বাকি দিনগুলিতেও কাতারে কাতারে গ্রাহক বাড়ছে বিএসএনএল-এ।
বিএসএনএল মোবাইল পরিষেবার ক্ষেত্রে একদিকে যেমন গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, একদিকে যেমন তারা তাদের 4G নেটওয়ার্ক দেশের বিভিন্ন জায়গায় ইনস্টল করে চলেছে, ঠিক সেই রকমই এবার তারা ব্রডব্যান্ড পরিষেবার ক্ষেত্রেও অন্যান্য সংস্থাগুলিকে টেক্কা দিতে নিজেদের প্ল্যানের দাম কমিয়ে দিল। অন্যান্য টেলিকম সংস্থাগুলির মোবাইল পরিষেবার মত যেমন রয়েছে ব্রডব্যান্ড পরিষেবা, ঠিক সেই রকমই বিএসএনএলেরও রয়েছে ব্রডব্যান্ড পরিষেবা।
আরও পড়ুন : Train Wheel: লোহা-ইস্পাত দিয়ে তৈরি বড় বড় ট্রেনের চাকার পরমায়ু নামমাত্র, চলে মাত্র কয়েক বছর
বিএসএনএলের ব্রডব্যান্ড পরিষেবার ক্ষেত্রে ৩৩০০ জিবি ডেটার যে প্ল্যান রয়েছে সেই প্ল্যানের দাম এখন ১০০ টাকা কমিয়ে দেওয়া হয়েছে। আর এমন চার্জ কমিয়ে দেওয়ার ফলে মাসে মাসে টাকা সাশ্রয় হবে গ্রাহকদের। BSNL তাদের এই ব্রডব্যান্ড প্ল্যানের দাম ১০০ টাকা কমানোর পাশাপাশি প্রথম মাসের জন্য পুরোপুরি ফ্রি সার্ভিস দেওয়ার ঘোষণা করেছে। অর্থাৎ একসঙ্গে দু’রকম অফার পাবেন গ্রাহকরা।
ব্রডব্যান্ড পরিষেবার ক্ষেত্রে বিএসএনএল এমন অফার দিচ্ছে মূলত মনসুন অফার হিসাবে। এই অফারের আওতায় ৪৯৯ টাকার যে প্ল্যান রয়েছে সেই প্ল্যান প্রথম তিন মাসের জন্য ১০০ টাকা কমে অর্থাৎ ৩৯৯ টাকায় পাওয়া যাবে। তারপর গ্রাহকদের আবার ৪৯৯ টাকা করেই মাসে মাসে দিতে হবে। এই প্ল্যানের ক্ষেত্রে গ্রাহকরা প্রতিমাসে ৩৩০০ জিবি ডেটা পাবেন ৬০ এমবিপিএস স্পিডে। ৩৩০০ জিবি ডেটা শেষ হয়ে যাওয়ার পর ৪ এমবিপিএস স্পিডেও ইন্টারনেট করা যাবে।