Recruit in Jio: ১০ লক্ষ কর্মী নিয়োগ করবে Jio, কোন কোন সেক্টরে? কবে? চলুন দেখে নেওয়া যাক

Prosun Kanti Das

Published on:

Advertisements

Recruit in Jio: Jio নামটি কমবেশি সকলের সঙ্গেই পরিচিত। যদিও জুলাই মাসে জিও তার ট্যারিফ বাড়িয়ে গ্রাহকদের চরম অসুবিধায় ফেলে দেয়। অপরদিকে পুজোর আগেই ধামাকা খবর নিয়ে আসে জিও। এবছর দুর্গাপূজার আগে প্রায় ১০ লক্ষ কর্মী নিয়োগ (Vacancy in Jio) করতে চলেছে জিও। তার মধ্যে ২.৫ লক্ষ কর্মী নেওয়া হবে চুক্তিভিত্তিতে।

Advertisements

আসলে পুজোর আগে থেকেই কেনাকাটার বাড়বাড়ন্ত শুরু হয়ে যায়। যার ফলে এই সমস্ত ই-কমার্স সেক্টরে লোকবলের প্রয়োজন হয়। তাই প্যাকেজিং, ডেলিভারি, গুদামঘর ইত্যাদি বিভিন্ন জায়গায় Jio প্রচুর পরিমাণ কর্মী নিয়োগ (Recruit in Jio) করতে চলেছে। কি কি পদে নিয়োগ করা হবে জানুন এই প্রতিবেদনে।

Advertisements
শূন্যপদগুলি
গুণমান নিয়ন্ত্রণ কর্মী

যেকোনো পণ্য ডেলিভারির আগে তার গুণগত মান অবশ্যই পরীক্ষা-নিক্ষা করে দেখতে হয়। এক্ষেত্রে কর্মীর প্রয়োজন হয়।

Advertisements
ডেলিভারি পার্টনার

বর্তমানে অফলাইনের চেয়ে মানুষজন অনলাইনে বেশি কেনাকাটা করে। যেহেতু অনলাইনে পণ্য বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়, তাই জন্য প্রচুর পরিমাণে ডেলিভারি পার্টনারের প্রয়োজন হয়। আর পুজোর আগে যেহেতু অনলাইনে বিপুল পরিমাণ কেনাকাটা শুরু হয়, সেই জন্য পুজোর আগে ডেলিভারি পার্টনার হিসেবে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ (Recruit in Jio) করতে চলেছে।

কাস্টমার কেয়ার এক্সিকিউটিভস

যেহেতু পুজা আসছে তাই অনলাইনে কেনাকাটার পরিমাণও বেড়ে চলেছে। অনলাইনে কেনাকাটার সাথে সাথে বাড়ছে অভিযোগের সংখ্যা, রিটার্নের সংখ্যা এবং নানা ধরনের প্রশ্নের সংখ্যা। আর এই সমস্ত অভিযোগ, রিটার্ন ইত্যাদি সংক্রান্ত বিষয় তদারকি করার জন্য কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ হিসেবে কর্মী নিয়োগ করা হবে।

অর্ডার সাপ্লাইয়ে ফ্রেশার

এক্ষেত্রে অর্ডার প্রসেসিং এবং সাপ্লাই জেনার জন্য একদম নতুনদের নিয়োগ করা হবে। যে সমস্ত যুবকেরা কাজ খুঁজছেন তাদের জন্য এটি একটি দারুন সুযোগ।

আরও পড়ুন : BSNL: প্ল্যানের দাম ১০০ টাকা কমিয়ে দিল BSNL, এবার প্রত্যেক মাসেই হবে অনেক বেশি সাশ্রয়

প্যাকেজিং এবং লেবেলিং স্টাফ

পণ্য অর্ডার করার পর সেগুলিকে ভালোভাবে প্যাকেজিং করে লেবেল লাগিয়ে তারপরেই ছাড়া হয়। আর এই প্যাকেজিং এবং লেবেলিং-এ বেশ অনেক সংখ্যক লোকেরই প্রয়োজন হয়।

ওয়ারহাউস ওয়ার্কার

পণ্য মজুদ রাখার জন্য ওয়ারহাউস, গুদামঘর ইত্যাদি ব্যবহার করা হয়। আর সেখানে পণ্য ঠিকঠাক রাখা, ডেলিভারির জন্য পণ্য বের করা ইত্যাদি বিভিন্ন কাজের জন্য প্রচুর পরিমাণ লোকবলের প্রয়োজন।

নিয়োগ পদ্ধতি

এখনো পর্যন্ত নিয়োগ পদ্ধতি সম্পর্কে জানা যায়নি। তবে খুব শীঘ্রই কিভাবে আবেদন করতে হবে, কি প্রক্রিয়ায় নিয়োগ করা হবে সমস্ত কিছু বিস্তারিত জানা যাবে।

Advertisements