SBI: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য খারাপ খবর, বেড়ে গেল ঋণের উপর সুদের হার

Shyamali Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ ব্যাংক থেকে ঋণ নিয়ে যারা বাড়ি-গাড়ি কিনে বসে রয়েছেন তাদের জন্য নতুন করে খারাপ খবর শোনালো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। কেননা তাদের তরফ থেকে ফের একবার ঋণের উপর সুদের হার বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত জুন মাসেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ঋণের উপর সুদের হার বৃদ্ধি করা হয়েছিল, আর মাস দুয়েক কাটতে না কাটতেই ফের একবার সুদের হার বৃদ্ধি করার ঘোষণা করা হলো।

Advertisements

মাস দুয়েক আগে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের ঋণগ্রহীতা গ্রাহকদের ঋণের ওপর সুদের হার বৃদ্ধি করার পর আবার আগস্ট মাসে নতুন করে সুদের হার বৃদ্ধি করার ফলে স্বাভাবিকভাবেই চাপ বাড়বে ধার নেওয়া গ্রাহকদের উপর। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে বৃহস্পতিবার থেকেই নতুন করে ঋণের উপর সুদের হার বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার থেকেই এমসিএলআর ১০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে।

Advertisements

আরও পড়ুন : BSNL: প্ল্যানের দাম ১০০ টাকা কমিয়ে দিল BSNL, এবার প্রত্যেক মাসেই হবে অনেক বেশি সাশ্রয়

Advertisements

নতুন ঘোষণার পর এক বছরের ক্ষেত্রে এমসিএলআর ৮.৮৫ শতাংশ থেকে বেড়ে হলো ৮.৯৫ শতাংশ। দু’বছরের ক্ষেত্রে ৮.৯৫ শতাংশ থেকে বেড়ে হল ৯.০৫ শতাংশ। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে যে সকল গ্রাহকরা বাড়ি বা গাড়ি ইত্যাদির জন্য ঋণ নিয়ে থাকেন তা এক বছরের এমসিএলআর-এর সঙ্গে সংযুক্ত থাকে। হলে এসব ক্ষেত্রে ধার শোধের ক্ষেত্রে যে কিস্তি দিতে হয় তা বাড়বে। আমার দু’বছরের এমসিএলআর-এর সঙ্গে যুক্ত হয় ব্যক্তিগত ঋণ।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ঋণের উপর এমন সিদ্ধান্ত নেওয়ার ফলে সাধারণ মানুষরা যারা ঋণ নিয়ে বসে রয়েছেন তাদের অনেকটাই চাপ বেড়ে যাবে। বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে ঋণের উপর বাড়তি সুদ ধীরে ধীরে বোঝা হয়ে দাঁড়াচ্ছে ঋণগ্রহিতাদের কাছে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, এই পরিস্থিতিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বহুদিন ধরে রেপো রেট একই জায়গায় রাখলেও ব্যাঙ্কগুলি কিন্তু ঋণের ওপর দিন দিন সুদের হার বাড়িয়ে চলেছে।

Advertisements