Purulia Potato: কম দামে আলু কিনতে চান, আধার কার্ড থাকলেই কেল্লা ফতে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Purulia Potato: পুরুলিয়ার আলু (Purulia Potato) বাজারে ঘটছে নজিরবিহীন ঘটনা—এখন থেকে আলু কিনতে হলে আধার কার্ড বাধ্যতামূলক! শুনতে অবাক লাগলেও, এটি এখন বাস্তবতা। ঝাড়খণ্ড সীমানার এই জেলায়, আলুর কালোবাজারি রুখতে প্রশাসন এমনই এক অভিনব পদক্ষেপ নিয়েছে, যা নিয়ে ক্রেতাদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে।

Advertisements

আলু ব্যবসায়ীদের দাবি অনুযায়ী, শুক্রবার থেকে এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। এখন পাইকারি দামে আলু (Purulia Potato) কিনতে গেলে, ক্রেতাদেরকে আধার কার্ড ও ফোন নম্বর জমা দিতে হবে। মাত্র একটি বা দুটি বস্তা আলুর জন্যও এই প্রক্রিয়া অনুসরণ করতে হচ্ছে। আর যদি পাঁচ বস্তার বেশি আলু কিনতে চান, তাহলে তো জেলা পুলিশের অনুমোদনপত্রও বাধ্যতামূলক! গৌতম গরাই নামে এক আলু বিক্রেতা জানিয়েছেন, “কেন এই নিয়ম, তা আমাদেরও স্পষ্ট নয়। তবে শুনেছি, আলুর দাম এতটাই বেড়ে গিয়েছিল যে, প্রশাসন বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছে।”

Advertisements

অন্যদিকে, আলু (Purulia Potato) ব্যবসায়ী সুরজিৎ সেন জানিয়েছেন যে প্রশাসন থেকে কড়া নির্দেশ রয়েছে অ্যাড্রেস প্রুফ দেখে, আধার কার্ড যাচাই করে দেখে তবে আলু বেচতে হবে। আলু অবৈধভাবে ঝাড়খণ্ডে পাচার রুখতেই প্রশাসনের তরফ থেকে এমনটা করা হচ্ছে। এর মূল কারণ পুরুলিয়া জেলা ঝাড়খণ্ডের সীমান্তে অবস্থিত।

Advertisements

আরও পড়ুন : SBI: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য খারাপ খবর, বেড়ে গেল ঋণের উপর সুদের হার

যদিও এই নতুন নিয়ম নিয়ে বিতর্ক থামছে না। পুরুলিয়া জেলা সমবায় ইউনিয়নের চেয়ারম্যান শ্যামল চট্টোপাধ্যায় এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন যে, আলু তো মানুষের প্রতিদিনের খাদ্যদ্রব্যের মধ্যে পড়ে। সেক্ষেত্রে সাধারণ একটু আলু (Purulia Potato) কিনতে গেলে আধার কার্ডের প্রয়োজনীয়তা কতটা, তা নিয়ে বেশ সন্দেহ রয়েছে। যদি সত্যিই সত্যিই আলুর সংকট দেখা দেয়, তখন ভিন্ন কথা। তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এমন পদক্ষেপের কতটা প্রয়োজন আছে, তা আবার ভেবে দেখা উচিত।

এই নিয়ম নিয়ে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও, আলু কালোবাজারি ঠেকাতে প্রশাসনের এই কঠোর পদক্ষেপ অনেকের কাছেই চমকপ্রদ বলে মনে হচ্ছে। তবে সময়ই বলবে, এই নিয়ম আদৌ কতটা কার্যকর হবে এবং সাধারণ মানুষের ওপর এর প্রভাব কেমন পড়বে। তাই আপাতত পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আলু কিনতে গেলে আধার পকেটে করে নিয়েই বাজারে যেতে হবে। অন্যথায় ফাঁকা ব্যাগ নিয়েই ফিরতে হবে।

Advertisements