শিলিগুড়ি : ট্রেনে সফর করতে গিয়ে এখন সাধারণ যাত্রীরা ভগবানের উপর ভরসা রেখেই যাত্রা করছেন। অন্ততপক্ষে তাদের তরফ থেকে এমনটাই দাবি করা হচ্ছে বারবার। এর পিছনে রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে বারবার ঘটে যাওয়া একের পর এক ট্রেন দুর্ঘটনা (Train Accident)। ভারতীয় রেল (Indian Railways) যেখানে সাধারণ মানুষদের গণপরিবহনের লাইফ লাইন, সেই জায়গায় একের পর এক এই ধরনের ট্রেন দুর্ঘটনা রীতিমত চিন্তায় ফেলেছে যাত্রীদের।
গত জুন মাসের ১৭ তারিখ ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে পড়তে দেখা গিয়েছিল শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে। সেই ট্রেন দুর্ঘটনার পর দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক ট্রেন দুর্ঘটনা হয়েছে। প্রাণহানি হয়েছে অনেকের। আর এসবের মধ্যে এবার ফের কাঞ্চনজঙ্ঘার রুটে ট্রেন দুর্ঘটনা ঘটতে দেখা গেল। এবারও সেই রাঙাপানিতেই লাইনচ্যুত হলো একটি পণ্যবাহী ট্রেন অর্থাৎ মালগাড়ি।
নতুন করে মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনাটি ঘটেছে শুক্রবার ঠিক রাত সাড়ে নটা নাগাদ। এবার লাইনচ্যুত হয়েছে তেলের ট্যাঙ্কার। মালগাড়িটি লাইনচ্যুত হয় ঠিক নুমলিগড় তেল ডিপোয় ঢোকার আগে এমন দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ওই ট্রেনের দুটি ওয়াগন লাইনচ্যুত হয়ে যায়। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় রেলের আধিকারিকরা এবং রেল পুলিশ। তবে এবার যেহেতু মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে তাই হতাহতের কোন খবর নেই।
আরও পড়ুন : Indian Railway: ভারতের একটি ট্রেন আজও রয়ে গেছে পাকিস্তানে, ৫ বছর পরও ফেরৎ এলো না
রেল সূত্রে জানা গিয়েছে, মহাবলী নামে একটি পণ্যবাহী ট্রেন তেল নিয়ে যাওয়ার সময় লাইনচ্যুত হয়। ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর সাময়িকভাবে ট্রেন চলাচল ব্যাহত হলেও পরবর্তীতে দ্রুততার সঙ্গে মেন লাইন খুলে দেওয়া হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গিয়েছে রেল সূত্রে। তবে বারবার এই ধরনের দুর্ঘটনা নিয়ে রেলের দিকে আঙ্গুল তুলছেন সাধারণ যাত্রী থেকে শুরু করে বিশেষজ্ঞরা।
গত জুন মাসের ১৭ তারিখ রাঙ্গাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ার পর ১০ জনের মৃত্যু হয়েছিল। যে ১০ জনের মধ্যে সাধারণ যাত্রীদের পাশাপাশি ছিলেন রেল কর্মীরাও। আর বারবার এই ধরনের ট্রেন দুর্ঘটনার কারণ হিসাবে বিশেষজ্ঞরা মনে করছেন, হয় রক্ষণাবেক্ষণের অভাব নয় তো রেল ট্র্যাকের নিচ থেকে মাটি সরে যাওয়ার ঘটনাতেও এমন ঘটনা ঘটতে পারে বারবার।