হাওড়া : ১৭ জুনের পর ফের শিলিগুড়ির রাঙাপানির কাছে ট্রেন দুর্ঘটনা। এবার দুর্ঘটনার কবলে পড়েছে একটি তেলবাহী মালগাড়ি। ১৬ আগস্ট রাত সাড়ে নটা নাগাদ মহাবলী নামে ওই ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এমন দুর্ঘটনার পর ট্রেন চলাচল স্বাভাবিক কিনা তা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন। পাশাপাশি প্রশ্ন, প্রিমিয়াম ট্রেন হিসেবে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেসের কী হাল?
১৬ আগস্ট রাত্রিবেলায় মহাবলী নামে তেলবাহী ওই মালগাড়িটি নুমলিগড় তেল ডিপোয় ঢোকার আগে লাইনচ্যুত হয়ে যায়। লাইনচ্যুত হয় দুটি বগি। লাইনচ্যুত হওয়ার পর ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। তবে তড়িঘড়ি রেলের তরফ থেকে মেন লাইন খুলে দেওয়ার কারণে পরিস্থিতি স্বাভাবিকের দিকে এগোতে থাকে। এদিনের এই ট্রেন দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।
অন্যদিকে শিলিগুড়ি পৌঁছানোর ক্ষেত্রে এই রুটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার ফলে স্বাভাবিকভাবেই শনিবার সমস্ত ট্রেন ঠিকঠাক চলছে কিনা তা অনেকের মধ্যেই প্রশ্ন। আবার শিলিগুড়ি ঢোকার ঠিক আগের স্টেশন হলো রাঙ্গাপানি। যে কারণেই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন সঠিক সময়ে চলছে কিনা তা নিয়েও সাধারণ মানুষদের মধ্যে অনেক প্রশ্ন।
আরও পড়ুন : Royal Enfield: এবার মাঠে নামতে চলেছে Royal Enfield, পাত্তা পাবে না কেউ
শুক্রবার রাতের ট্রেন দুর্ঘটনার পর বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের পূর্ব রেলের তরফ থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচিতে বদল আনবে কিনা তা নিয়ে কোন বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। তবে বিজ্ঞপ্তি দেওয়া না হলেও এদিন হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস প্রায় এক ঘন্টা দেরিতে গন্তব্যের দিকে রওনা দেয়। ট্রেনটি এক ঘন্টা লেটে চলার ফলে স্বাভাবিকভাবেই যাত্রীদের প্ল্যানের ক্ষেত্রে অনেক বদল আনতে হবে। কেননা এই ট্রেনের অধিকাংশ যাত্রীরাই পর্যটক হয়ে থাকেন।
বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি শনিবার সকাল ৫:৫৫ মিনিটের পরিবর্তে হাওড়া স্টেশন থেকে ছাড়ে সকাল ৬:৪৯ মিনিটে। বোলপুর শান্তিনিকেতন স্টেশন সকাল ৭ঃ৩৭ মিনিটে পৌঁছানোর কথা ছিল, সেই জায়গায় ট্রেনটি পৌঁছাই সকাল ৮:৩১ মিনিটে এবং সেখানে ৫ মিনিট স্টপেজ দেওয়ার পর ৮:৩৬ মিনিটে বোলপুর স্টেশন ছাড়ে। এদিন ট্রেনটি আধঘন্টা থেকে এক ঘন্টা মত লেট থাকবে নিউ জলপাইগুড়িতে পৌঁছাতে বলেই আশা করা হচ্ছে।