Rail Blockage: রবিবার সকালে ঘুম ভাঙতে না ভাঙতেই রেল অবরোধ, শিয়ালদা শাখায় ভোগান্তি

Shyamali Das

Published on:

Advertisements

দক্ষিণ ২৪ পরগনা: গণপরিবহনের লাইফ লাইন রেল পরিষেবায় রবিবার সাত সকালেই অবরোধ। রবিবার অনেকের ঘুম ভাঙ্গার আগেই এমন রেল অবরোধের (Rail Blockage) ঘটনা ঘটে গেল শিয়ালদা শাখায়। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ যাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রীদের। তবে এমন অবরোধের পিছনে বেশ কিছু কারণ রয়েছে বলে জানা যাচ্ছে স্থানীয়দের সূত্রে।

Advertisements

রবিবার সাতসকালে এমন রেল অবরোধের ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার সুভাষগ্রাম রেলস্টেশনে। এই রেলস্টেশন এবং এই রুট পড়ে দক্ষিণ শিয়ালদা শাখায়। স্বাভাবিকভাবেই এমন অবরোধের কারণে দক্ষিণ শিয়ালদা শাখা রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছে। অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা চালাচ্ছেন সোনারপুর জিআরপি এবং আরপিএফ।

Advertisements

সুভাষগ্রাম স্টেশনে স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে এমন রেল অবরোধের পিছনে যে সকল কারণ রয়েছে বলে জানানো হচ্ছে সেগুলি হল, সঠিক সময়ে ট্রেন না চলা, যাত্রী সংখ্যার তুলনায় পর্যাপ্ত ট্রেন না থাকা ইত্যাদি। রবিবার সকাল থেকে এমন রেল অবরোধের ফলে বেশ কয়েকটি লোকাল ট্রেন সুভাষগ্রাম স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, এছাড়াও অন্যান্য ট্রেনেও অন্যান্য স্টেশনে দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছে।

Advertisements

আরও পড়ুন : Rattirer Sathi Scheme: রাতে মেয়েদের নিরাপত্তা নিয়ে চিন্তা দূর, রাত্তিরের সাথী নামের নতুন প্রকল্প রাজ্য সরকারের

স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, এই রুটে অধিকাংশ দিন লোকাল ট্রেনগুলি নির্দিষ্ট সময়ে না চলে অনেকটা লেটে চলে। এছাড়াও যাত্রী চাহিদা এতটাই বেশি থাকে যে স্টেশন থেকে যাত্রীরা ট্রেনে চড়তে পারেন না আবার নামতেও রীতিমতো হিমশিম খেতে হয়। একাধিকবার তারা ট্রেনের সংখ্যা বৃদ্ধি করার আবেদন জানিয়েছেন। কিন্তু কোন কাজ না হওয়ায় তারা অবরোধে সামিল হয়েছেন।

এদিকে রবিবার অফিস কাছারি বন্ধ থাকলেও অন্যান্য বিভিন্ন কাজকর্মের জন্য বহু মানুষ শিয়ালদা দক্ষিণ শাখায় লোকাল ট্রেন ধরে যাতায়াত করে থাকেন। রবিবার সাতসকালে এমন রেল অবরোধের কারণে ওই সকল যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাদেরও ট্রেন নির্দিষ্ট সময়ে না আসার কারণে প্রতিদিনই কাজের জায়গায় যেতে অনেকটা দেরী হয়ে যায়।

Advertisements