Local Train: কাজের সময়েই থাকে না লোকাল ট্রেন, রোজকার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় রেলমন্ত্রীকে ট্যাগ করে ট্রেনের দাবি সাঁইথিয়ায়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কাজের জন্য এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করতে হয় সাধারণ মানুষদের। যাতায়াত করার ক্ষেত্রে অধিকাংশ মানুষদেরই ট্রেনের ওপর ভরসা করতে দেখা যায়। রোজকার যাতায়াত এবং অল্প দূরত্বের পথ পাড়ি দেওয়ার জন্য মূলত লোকাল ট্রেনের (Local Train) উপরই ভরসা করতে দেখা যায় সাধারণ যাত্রীদের। কিন্তু যদি কাজের সময়ই যদি ট্রেন না থাকে তাহলে আর লাভ কী?

Advertisements

ঠিক এইরকমই ঘটনা রোজকার ঘটতে দেখা যায় সাঁইথিয়া-অন্ডাল-সাঁইথিয়া রুটে। কেননা এই রুটের সাঁইথিয়া থেকে অন্ডাল যাওয়ার জন্য দিনের বেলাতেই ৬ ঘন্টা কোন লোকাল ট্রেন থাকে না। আবার অন্ডাল থেকে সাঁইথিয়া আসার জন্য দিনের জরুরি সময়ে ৫ ঘন্টা ৩৫ মিনিট কোন লোকাল ট্রেন থাকেনা। কেননা ওই সময় লোকাল ট্রেনের কোন সিডিউল নেই এই রুটে।

Advertisements

এমন ঘটনার পরিপ্রেক্ষিতে এবার সাঁইথিয়া থেকে পরিচালিত একটি ফেসবুক পেজের মাধ্যমে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব থেকে শুরু করে বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়, বিজেপির অন্যতম জনপ্রিয় নেতা তথা রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সহ ভারতীয় রেল, ভারত সরকারকে ট্যাগ করে ওই ফাঁকা সময়ে নতুন লোকাল ট্রেনের দাবি তোলা হয়েছে। এছাড়াও তাদের তরফ থেকে আসানসোল থেকে দুর্গাপুর হয়ে সাঁইথিয়া পর্যন্ত একজোড়া নতুন লোকাল ট্রেনের দাবিও তোলা হয়েছে।

Advertisements

আরও পড়ুন : Dilip Ghosh Convoy: দিলীপ ঘোষের কনভয় ধাক্কা মেরে চলে গেল মহিলাকে, ফিরেও না তাকালেন না কেউ!

অন্ডাল-সাঁইথিয়া-অন্ডাল রুটে এমনিতেই ট্রেনের সংখ্যা অত্যন্ত কম। অথচ এই রুটের মধ্যেই রয়েছে সিউড়ির মতো বীরভূমের সদর শহর। এছাড়াও রয়েছে দুবরাজপুর, পাণ্ডবেশ্বর, উখড়ার মত এলাকাও। এই সকল এলাকার বহু মানুষ দৈনন্দিন কাজের পাশাপাশি ব্যবসায়িক কাজে বিভিন্ন জায়গায় যাতায়াত করে থাকেন। তবে ট্রেনের অভাবের কারণে অধিকাংশ মানুষকেই বাসে অথবা অন্য কোন রুটের ট্রেন ধরে যাতায়াত করতে হয়।

মূলত সাঁইথিয়া-অন্ডাল-সাঁইথিয়া রুটে সাঁইথিয়া থেকে অন্ডাল যাওয়ার জন্য সকাল ১০:৪০ মিনিটে শেষ লোকাল ট্রেন রয়েছে। এরপর ৬ ঘন্টা কোন ট্রেন থাকেনা এবং পরবর্তী ট্রেন রয়েছে বৈকাল ৪:৪০ মিনিটে। অন্যদিকে অন্ডাল থেকে সাঁইথিয়া আসার জন্য সকাল ৮:২৫ এ রয়েছে লোকাল ট্রেন এবং তারপর পরবর্তী লোকাল ট্রেন রয়েছে দুপুর দুটোর সময়। মাঝে এত ঘন্টা গ্যাপ থাকলেও কোন লোকাল ট্রেন চলে না। দিনের বেলায় কাজের সময় ওই ফাঁকা থাকা সময়ে ট্রেন দিলে অজস্র যাত্রীরা উপকৃত হবেন বলেই আশা করা হচ্ছে।

Advertisements