পুরুলিয়া : রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন বুকে বেঁধে এখন রাজ্যের লক্ষ লক্ষ মানুষকে লটারির (Lottery) টিকিট কাটতে দেখা যাচ্ছে। শুধু বুকে স্বপ্ন বেঁধে নয়, পাশাপাশি বহু জনকেই দেখা যাচ্ছে কখনো লক্ষ লক্ষ টাকা, আবার কখনো কোটি টাকা জিতে পকেটে পুরতে। তবে এবার এই টাকা পয়সার লটারিকে অতীত করে অভিনব এক লটারির খোঁজ মিলল। যে লটারিতে প্রথম পুরস্কার প্রাপককে দেওয়া হলো ২৫ কেজি ওজনের একটি নধর পাঁঠা।
লটারিতে টাকা পয়সা অতীত করে এমন পাঁঠার পাশাপাশি ছাগল, হাঁস সহ আরো অভিনব বেশ কিছু পুরস্কার রাখা হয়েছিল। সচরাচর এই ধরনের লটারি খেলা দেখা যায় না বললেই চলে। কেননা এখন রাজ্য জুড়ে ডিয়ার লটারি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে আর সেই জনপ্রিয় তাই প্রতিদিনই রাজ্যের কোন না কোন এলাকার কেউ না কেউ কোটিপতি হচ্ছেন।
এমন অভিনব লটারির আয়োজন করা হয়েছিল পুরুলিয়া জেলায়। মনসা পূজো উপলক্ষে পুরুলিয়া শহরের গাড়ি খানার কাছে যে দর্জিপাড়া রয়েছে সেই দর্জিপাড়ায় মনসা পূজো উপলক্ষে এমন অভিনব লটারি খেলার আয়োজন করা হয়। সচরাচর যে ধরনের লটারি আমরা দেখতে পাই তার থেকে এই লটারি খেলা পুরস্কারের দিক দিয়ে সম্পূর্ণ আলাদা, তবে এর আকর্ষণ সাধারণ মানুষদের মধ্যে কম নেই।
আরও পড়ুন : Jharkhand: ঝাড়খণ্ডে বিজেপি-জেএমএম কড়া টক্কর! লাটাই কি চম্পা সোরেনের হাতে
এমন লটারি খেলার উদ্যোক্তাদের তরফ থেকে অবশ্য এটিকে লটারি খেলা বলতে নারাজ। তারা এটিকে মনসা পূজোর জন্য অনুদান হিসাবে গ্রহণ করেছেন খেলায় অংশগ্রহণকারীদের থেকে। চার বছর ধরে এমন খেলার আয়োজন হয়ে আসছে বলে তারা জানিয়েছেন। তারা চাঁদার বদলে এই ধরনের খেলার আয়োজন করে পুজোর অনুদান নিয়ে থাকেন।
২০ টাকার ওই লটারির টিকিট প্রথম পুরস্কার হিসেবে রাখা হয়েছিল ২৫ কেজি ওজনের নধর পাঁঠা। প্রথম পুরস্কার দেওয়া হয়েছে একজনকেই। দ্বিতীয় পুরস্কার দেওয়া হয়েছে ১০ জনকে। দ্বিতীয় পুরস্কারে রাখা হয়েছিল ১০টি পাঁচ কেজি ওজনের ছাগল। তৃতীয় পুরস্কারও দেওয়া হয়েছে দশজনকে এবং ওই ১০ জন পেয়েছেন তিনটি করে হাঁস। অন্যদিকে চতুর্থ পুরস্কার দেওয়া হয়েছে ১০ জনকে এবং তারা প্রত্যেকে দুটি করে হাঁস পেয়েছেন। পঞ্চম পুরস্কার হিসেবে ১০০ জনকে হাঁস দেওয়া হয়েছে। যারা প্রত্যেকে একটি করে হাঁস পেয়েছেন।