বাংলাএক্সপি ডেস্কঃ পড়ুয়া থেকে শুরু করে সাধারণ নাগরিকদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা তুলে দেওয়ার জন্য রাজ্য ও কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে। যেমন পশ্চিমবঙ্গে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের স্মার্ট ফোন বা ট্যাব কেনার জন্য ১০০০০ টাকা দেওয়া হয়। ঠিক সেই রকমই আবার রাজ্য সরকারের তরফ থেকে স্কলারশিপও দেওয়া হয়ে থাকে। তবে এই সকল ৫-১০ হাজার টাকার গল্প ছেড়ে এখন কেন্দ্র সরকার পড়ুয়াদের ১ লক্ষ ২৫ হাজার টাকা দেওয়ার প্রকল্প চালু করেছে।
কেন্দ্র সরকারের তরফ থেকে পড়ুয়াদের এই টাকা দেওয়া হয়ে থাকে। সরকারের তরফ থেকে মূলত স্কলারশিপ হিসাবে এই টাকা দেওয়া হয়। কেন্দ্র সরকারের যে স্কলারশিপের মাধ্যমে এমন টাকা পাওয়া যায় তার নাম হলো প্রধানমন্ত্রী যশস্বী যোজনা (PM Yasavi Yojana)। পড়ুয়াদের পড়াশোনার জন্য আর্থিক বাধা দূর করার লক্ষ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে এমন প্রকল্প চালু করা হয়েছে।
কেন্দ্র সরকারের তরফ থেকে এই যে প্রকল্প চালু করা হয়েছে সেই প্রকল্পের আওতায় পড়ুয়াদের ৭৫ হাজার টাকা থেকে শুরু করে ১ লক্ষ ২৫ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়। নবম থেকে দশম শ্রেণীর মেধাবী পড়ুয়াদের এমন প্রকল্পের আওতায় লক্ষ লক্ষ টাকা দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পের সুবিধা নিতে হলে মেধাবী পড়ুয়াদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে।
আরও পড়ুন : Train Ticket Facilities: অবিবাহিত মহিলারা ট্রেনের টিকিটে পান এক স্পেশাল সুবিধা, জানেন না অধিকাংশরাই
রেজিস্ট্রেশন করার জন্য https://yet.nta.ac.in/ এ লগইন করে আবেদন জানাতে হবে। তারপর একটি পরীক্ষা নেওয়া হয় এবং সেই পরীক্ষায় পাশ করলে ৭৫ হাজার টাকা থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাওয়া যায়। এই প্রকল্পের সুবিধা পেতে হলে যে সকল শর্ত রয়েছে তার মধ্যে অন্যতম শর্ত হলো আবেদনকারীকে অষ্টম শ্রেণী পাশ করতে হবে। কেননা নবম ও দশম শ্রেণির জন্য এই প্রকল্পের আওতায় টাকা দেওয়া হয়।
এর পাশাপাশি যিনি আবেদন করছেন তাকে একজন ভারতীয় নাগরিক হতে হবে। ভারতীয় নাগরিক হওয়ার পাশাপাশি আবেদনকারীর পরিবারের বছরের সর্বোচ্চ আয় হতে হবে ২ লক্ষ ৫০ হাজার টাকার কম। আবেদন করার সময় নিখুঁতভাবে ফরম ফিলাপ করার পাশাপাশি প্রয়োজনীয় সমস্ত নথি আপলোড করতে হবে।