বাংলাএক্সপি ডেস্কঃ ট্রেনে চড়ে দেশের সবচেয়ে বেশি নাগরিকরা এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করে থাকেন। তাদের ট্রেনের ওপর নির্ভর করে এমন যাতায়াত করার পিছনে রয়েছে কম খরচ এবং স্বাচ্ছন্দ। তবে ট্রেনে ভ্রমণ করার জন্য যেটি সবচেয়ে জরুরি তা হলো টিকিট, আর সেই টিকিট সবসময় পাওয়া যায় না, বিশেষ করে যখন প্ল্যানিংয়ে অনেক দেরি হয়ে যায়। আর তখনই যাত্রীদের ভরসায় বসে থাকতে হয় তৎকালের জন্য।
শেষ মুহূর্তে কোথাও ঘুরতে যাওয়া অথবা কাজের জন্য যাওয়ার প্ল্যান হলে সাধারণত জনপ্রিয় রুটগুলিতে কনফার্ম টিকিট পাওয়া যায় না বললেই চলে। আর তখনই যাত্রীদের অপেক্ষায় থাকতে হয় তৎকালের ভরসায়। তবে এই তৎকালের ভরসা ছেড়ে আরও একটি পদ্ধতি রয়েছে যে পদ্ধতিতে সহজেই কনফার্ম টিকিট পাওয়া যেতে পারে। আর সেই পদ্ধতি হলো একটি অ্যাপ। যার নাম হল ConfirmTkt।
ConfirmTkt অ্যাপটি আইআরসিটিসির অথোরাইজড পার্টনার। যে কারণে এই অ্যাপ থেকে টিকিট বুকিং করলে কোনরকম প্রতারণার মত ঘটনা ঘটার সম্ভাবনা নেই। এই অ্যাপে এমন কিছু সুবিধা রয়েছে যেগুলি কিন্তু আইআরসিটিসির রেল কানেক্ট অ্যাপেও নেই। যে সকল সুবিধার পরিপ্রেক্ষিতেই টিকিট কনফার্ম হওয়া অনেকটাই সহজ হয়ে যায়।
আরও পড়ুন : আধারের সঙ্গে কোন মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে, কিভাবে জানবেন
ConfirmTkt অ্যাপে টিকিট বুকিং করার সময় কতগুলি সিট ফাঁকা রয়েছে তা দেখানোর পাশাপাশি আপনার টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা কত শতাংশ তাও দেখিয়ে দেয়। এর ফলে আপনি ওই সম্ভাবনার উপর ভিত্তি করে টিকিট বুকিং করতে পারবেন। এছাড়াও ধরুন আপনি হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাচ্ছেন, সেক্ষেত্রে সরাসরি জার্নির ট্রেনের টিকিট না থাকলে ব্রেক জার্নি করে যাওয়ার অপশনও দেখিয়ে দেওয়া হয়। এর ফলে তৎকালের ভরসা না করেও এই অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং করে সহজেই কনফার্ম টিকিট পাওয়া যায় সরাসরি অথবা ব্রেক জার্নি যেকোনো ট্রেনের ক্ষেত্রেই।
ConfirmTkt অ্যাপ ব্যবহার করার ক্ষেত্রে কোনো রকম ঝামেলা নেই। গুগল প্লে স্টোর অথবা অন্য কোন যে সকল স্টোর রয়েছে সেগুলি থেকে এই অ্যাপ ডাউনলোড করে তাতে অ্যাকাউন্ট করার পর সহজেই টিকিট বুকিং করা যায়। যেমনটা অন্যান্য অ্যাপের ক্ষেত্রেও টিকিট বুকিং পদ্ধতি রয়েছে ঠিক সেই রকমই এই অ্যাপেও সহজ পদ্ধতি রয়েছে টিকিট বুকিংয়ের জন্য।