Transport Scheme: পুজোর আগেই রাজ্যে নতুন প্রকল্প, ভোল বদলে দেবে পরিবহন ব্যবস্থায়

Shyamali Das

Published on:

Advertisements

কলকাতা: রাজ্যের স্বাস্থ্য থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে সরকারের তরফ থেকে বদল আনার জন্য বিভিন্ন প্রকল্প চালু করা হয়ে আসছে। গত কয়েক বছর ধরে বিভিন্ন ধরনের এমন প্রকল্প রীতিমতো রাজ্যের বাসিন্দাদের ভোল বদলে দিয়েছে। ঠিক সেই রকমই এবার রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে এমন একটি প্রকল্প (Transport Scheme) চালু করা হতে চলেছে যেটি যাতায়াতের ক্ষেত্রে অর্থাৎ পরিবহন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনে দেবে।

Advertisements

এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের ক্ষেত্রে অধিকাংশ মানুষ রেল পরিষেবার উপর নির্ভর করে থাকলেও সড়ক পরিবহন ব্যবস্থার উপরেও সমানভাবে নির্ভরশীল। এছাড়াও ভেসেল থেকে শুরু করে ক্যাব পরিষেবা ইত্যাদির মাধ্যমে রাজ্যের মানুষেরা প্রতিনিয়ত এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে চলেছেন। আর এবার এই সকল ক্ষেত্রেই যুগান্তকারী এক পদক্ষেপ নিতে চলেছে রাজ্য পরিবহন দপ্তর।

Advertisements

সড়কপথে অথবা জলপথে যাতায়াত করার ক্ষেত্রে যাত্রীদের বাসের জন্য একবার টিকিট বুকিং করতে হয়, ভেসেলে চড়তে হলে আবার নতুন করে টিকিট বুকিং করতে হয়, আবার যদি ক্যাবে করে কোথাও যেতে হয়, তাহলেও আলাদা করে বুকিং করতে হয়। আর এই বারবার বুকিং করতে গিয়ে অনেকটাই সময় পেরিয়ে যায়। অনেক ক্ষেত্রেই লাইনে দাঁড়িয়ে টিকিট নিতে গিয়ে সময়ের যান হাতছাড়া হয়ে যায়। এসবের পরিপ্রেক্ষিতে এবার রাজ্য পরিবহন দপ্তর নতুন প্রকল্পের মধ্য দিয়ে পুরো ব্যবস্থা তে বদল আনতে চলেছে।

Advertisements

আরও পড়ুন : National Highway: ১৪৫ কোটি টাকায় রাজ্যের তৈরি হবে নতুন জাতীয় সড়ক, সহজেই যাওয়া যাবে বিহার, ঝাড়খন্ড

নতুন প্রকল্পের হাত দিয়ে নতুন ব্যবস্থা পুজোর আগেই চালু হয়ে যাবে বলে জানা যাচ্ছে রাজ্য পরিবহন দপ্তর সূত্রে। এই ব্যবস্থা চালু হলে যাত্রীদের কাছে একটি মেট্রোর স্মার্ট কার্ডের মত কার্ড পৌঁছে যাবে। যে একটি কার্ডের মাধ্যমেই বাস, ট্রাম, ভেসেল, ক্যাব সমস্ত কিছুতে চড়া যাবে। ওই কার্ড দেখালেই সেখান থেকে ভাড়া কেটে নেওয়ার বন্দোবস্ত হয়ে যাবে। আলাদা করে আর টিকিট বুকিং করার কোন প্রয়োজন হবে না।

রাজ্য সরকারের অধীনে যে ৩০৫৭টি সরকারি বাস রয়েছে সেগুলিতে ওই কার্ডের মাধ্যমে পরিষেবা পাওয়া যাবে। স্বয়ংক্রিয় পদ্ধতিতে ঐ সকল কার্ড থেকে ভাড়া কেটে নেওয়ার ব্যবস্থা থাকবে। অন্যদিকে ওই কার্ড রিচার্জ করার ব্যবস্থা রাখা হবে যাতে করে তাতে পর্যাপ্ত টাকা সহজেই রাখতে পারেন যাত্রীরা। রিচার্জ করা যাবে ইউপিআই থেকে শুরু করে নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সহ বিভিন্ন মাধ্যমে।

Advertisements