বাংলাএক্সপি ডেস্কঃ এইতো মাস কয়েক আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির ঘোষণা করেছে কেন্দ্র সরকার। যে মহার্ঘ ভাতা বৃদ্ধির পর এখন তাদের মহার্ঘ ভাতার পরিমাণ দাঁড়িয়েছে ৫০ শতাংশ। আর এসবের মধ্যেই আবার একটি সুখবর আসতে চলেছে সামনের মাস অর্থাৎ সেপ্টেম্বরে। কেননা সেপ্টেম্বরে ফেল মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের।
লোকসভা ভোটের আগে কেন্দ্র সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। শেষবার ফেব্রুয়ারি মাসে সেই মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা হয়। বর্ধিত মহার্ঘ ভাতা ২০২৪ সালের জানুয়ারি থেকে কার্যকর করা হয়। আর এবার সেপ্টেম্বর মাসে যে মহার্ঘ ভাতা বৃদ্ধি হবে বলে জানা যাচ্ছে তা জুলাই মাস থেকে কার্যকর হবে বলেই খবর।
লোকসভা ভোটের আগেই ফেব্রুয়ারি মাসে কেন্দ্র সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিল। যে মহার্ঘ ভাতা বৃদ্ধির পর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫০ শতাংশ। আর এবার সেপ্টেম্বর মাসে ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হতে পারে বলে জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে। এক্ষেত্রে মহার্ঘ ভাতা এবার নতুন করে শূন্য থেকে শুরু করা হবে। কেননা ৫০ শতাংশের পর ফের শূন্যে নেমে যায় মহার্ঘ ভাতা।
আরও পড়ুন : R G Kar Hospital: প্রায় বন্ধ হাসপাতাল, আপাতত এই তিন জায়গায় মিলবে রোগীদের সুরাহা
নতুন করে মহার্ঘ ভাতা বৃদ্ধির খবর সামনে আসার পর স্বাভাবিকভাবেই খুশির হওয়া কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তাদের বকেয়া ১৮ মাসের ডিএ ও ডিআর পাওয়ার বিষয়ে খুব তাড়াতাড়ি সুখবর পেতে পারেন বলেও জানা যাচ্ছে। কেননা ১৮ মাসের ওই সকল বকেয়া টাকা ৩ কিস্তিতে যাওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র সরকার। যদিও কবে তা দেওয়া হবে সেই বিষয়ে এখনো জানানো হয়নি।
মূলত করোনাকালে কেন্দ্র সরকার তাদের সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের ডিএ ও ডিআর বন্ধ রেখেছিল। এক্ষেত্রে সেই টাকা দেওয়া হবে বলে জানা যাচ্ছে। তবে সেই টাকা দেওয়ার ক্ষেত্রে কোষাগারে চাপ বাড়বে জেনে এখনো পর্যন্ত কবে তা দেওয়া হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানা গিয়েছে।