Bharat Bandh: আগামীকাল ভারত বনধ! কতটা প্রভাব পড়বে বাংলায়?

Shyamali Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনা নিয়ে গত সপ্তাহের শুক্রবার বাংলা বনধের ডাক দিয়েছিল এসইউসিআই। এর এক সপ্তাহ কাটতে না কাটতেই এর একটি বনধের ডাক দেওয়া হয়েছে। এবার অবশ্য আরজি কর কান্ড নিয়ে নয় অথবা বাংলা বনধ নয়, এবার ভারত বনধের (Bharat Bandh) ডাক দেওয়া হয়েছে। আগামীকাল অর্থাৎ বুধবার এমন ভারত বনধের ডাক দেওয়া হয়েছে।

Advertisements

বুধবার ভারত বনধের ডাক দেওয়া হয়েছে সংরক্ষণ বাঁচাও সংঘর্ষ কমিটির তরফ থেকে। ভারত বনধের ডাককে সমর্থন জানিয়েছে বহুজন সমাজবাদী পার্টি। বনধের ক্ষেত্রে এমন ভারত বনধের প্রভাব বাংলায় কতটা পড়বে তা নিয়েই প্রশ্ন। কেননা পশ্চিমবঙ্গ সরকার সবসময় বনধ বিরোধী এবং বনধ যাতে কোনোভাবেই সফল না হয়, জনজীবন যাতে স্তব্ধ না হয় তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে থাকে।

Advertisements

এসবের পরিপ্রেক্ষিতেই মনে করা হচ্ছে সংরক্ষণ বাঁচাও সংঘর্ষ কমিটি ভারত বনধের ডাক দিলেও তা পশ্চিমবঙ্গে কোনভাবেই প্রভাব ফেলবে না। অন্ততপক্ষে রাজনৈতিক মহলের পাশাপাশি বিশেষজ্ঞ মহলের বিশিষ্টজনেরা এমনটাই মনে করছেন। কেননা পশ্চিমবঙ্গে সবচেয়ে শক্ত বিরোধী দল বিজেপি থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলগুলি বনধের ডাক দিলেও তা দমানোর জন্য পর্যাপ্ত পরিমাণে পুলিশ থেকে শুরু করে অন্যান্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়।

Advertisements

আরও পড়ুন : ASI Anup Dutta: সিবিআই দফতরে সাংবাদিক দেখেই ছুট পুলিশের, নজির গড়লেন ASI অনুপ দত্ত, রইল ভিডিও

এছাড়াও যাদের তরফ থেকে এমন ভারত বনধের ডাক দেওয়া হয়েছে এবং যে রাজনৈতিক দল অর্থাৎ বহুজন সমাজবাদী পার্টি তাকে সমর্থন করেছে, তাদের প্রভাব পশ্চিমবঙ্গে নেই বললেই চলে। স্বাভাবিকভাবেই বুধবার ভারত বনধের ডাক দেওয়া হলেও সেই বনধের প্রভাব কোন ভাবেই পশ্চিমবঙ্গে পড়বে না বলেই আশা করা হচ্ছে। তবে সতর্কতা অনুসারে পর্যাপ্ত পুলিশ থেকে শুরু করে অন্যান্য সমস্ত রকম ব্যবস্থা রাখবে সরকার এমনটাও জানা গিয়েছে।

ভারত বনধের এমন ডাক দেওয়ার পিছনে রয়েছে সুপ্রিম কোর্টের একটি রায়। গত ১ আগস্ট সুপ্রিম কোর্ট তপশিলি জাতি ও উপজাতি সংরক্ষণে ক্রিমি লেয়ার নিয়ে সাব ক্যাটাগরি তৈরি করার অনুমতি দেয়। যাদের সত্যিকারেরই সংরক্ষণ দরকার তাদের জন্য এমন সিদ্ধান্তের কথা জানানো হয়। কিন্তু এই সিদ্ধান্ত যাতে খারিজ করা হয় তার জন্যই এমন ভারত বনধের ডাক দেওয়া হয়েছে। তবে এর প্রভাব সেই ভাবে পড়বে না এবং সমস্ত অফিস কাছারি থেকে স্কুল কলেজ অন্যান্য দিনের মতো খোলা থাকবে বলেই আশা করা হচ্ছে।

Advertisements