বাংলাএক্সপি ডেস্কঃ দিন কয়েক আগেই ভারতীয় রেলের তরফ থেকে একটি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ট্রেনের কোচ সংখ্যা বৃদ্ধি করে ট্রায়াল রান চালানো হয়। যে ট্রেনটির কোচ সংখ্যা রাখা হয়েছিল ২০। আমেদাবাদ ও সুরাটের মধ্যে এমন পরীক্ষা চালানো হয়। যে পরীক্ষা সফল বলেই জানা যাচ্ছে। আর এসবের মধ্যেই এবার কোচ সংখ্যা আরও বাড়িয়ে ২৪ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
ভারতে বর্তমানে যে সকল প্রিমিয়াম ট্রেন এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকে তার মধ্যে দীর্ঘতম ট্রেন হল রাজধানী এক্সপ্রেস। যে ট্রেনটিতে ২২ টি কোচ রয়েছে। তবে এবার ভারতীয় রেল যা পরিকল্পনা গ্রহণ করছে তাতে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ২৪ কোচের হলে সেটি হবে দেশের প্রিমিয়াম ট্রেনগুলির মধ্যে দীর্ঘতম। স্বাভাবিকভাবেই রাজধানী এক্সপ্রেস দীর্ঘদিন ধরে যে তকমা নিয়ে চলছে সেই তকমা কেড়ে নিতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস।
দিন কয়েক আগেই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ৩৫ হাজার কোটি টাকার একটি চুক্তি বাতিল নিয়ে খবর সামনে এসেছিল। আসলে ওই চুক্তি বাতিল নয় বরং সংশোধন করা হয়েছে বলে জানা যাচ্ছে। আগে রেলের তরফ থেকে ১২০ টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন অর্ডার দেওয়া হয়েছিল যেগুলি ছিল মূলত ১৬ কোচের। এবার এই ট্রেনগুলি ২৪ কোচের হিসাবে ৮০টি অর্ডার দেওয়া হয়েছে। এর পাশাপাশি ট্রেনগুলিতে প্যান্ট্রি কার থাকবে বলেও জানা যাচ্ছে।
আরও পড়ুন : LPG: হতে পারে LPG সঙ্কট, রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে ঘনিয়ে উঠছে আশঙ্কার কালো মেঘ
২৪ কোচের বন্দে ভারত এক্সপ্রেস তৈরি করার ক্ষেত্রে এক একটি ট্রেনের জন্য ১২০ কোটি টাকা করে খরচ হবে। ট্রেনগুলি তৈরি করা হবে মহারাষ্ট্রের লাতুরে। এই সকল ট্রেনগুলি তৈরি করার দায়িত্ব পেয়েছে রেল মন্ত্রকের অধীনে থাকা রেল বিকাশ লিমিটেড এবং রাশিয়ান সংস্থাগুলির কনসোর্টিয়ামের মধ্যে যৌথ উদ্যোগের পরিপ্রেক্ষিতে। ২৪ কোচের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন তৈরি করার জন্য যে পরিকাঠামো প্রয়োজন তা চলতি বছর নভেম্বর মাসের মধ্যে তৈরি হয়ে যাবে বলে আশা করা হচ্ছে এবং এই ট্রেনের প্রথম প্রোটোটাইপ আসতে পারে ২০২৫ সালের সেপ্টেম্বরে।
২৪ কোচের বন্দে ভারত এক্সপ্রেস তৈরি হওয়ার পর সেই ট্রেনের পরীক্ষা নিরীক্ষা চালানো হবে এবং পরীক্ষা নিরীক্ষা চালানোর পর যদি তা সফল হয় তবেই ট্র্যাকে নামানো হবে। এক্ষেত্রে প্রথম ব্যাচ হিসাবে ১২টি এবং পরবর্তীতে দ্বিতীয় ও তৃতীয় ব্যাচে যথাক্রমে ১৮ টি ও ২৫ টি ২৪ কোচের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সেট সরবরাহ করা হবে বলে জানা যাচ্ছে।