Viral Pic of Vande Bharat: সেলাই করে চলছে বন্দে ভারত, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

Shyamali Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ ভারতীয় রেলের যুগান্তকারী আবিষ্কার হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। দেশের প্রথম সেমি হাই স্পিড ট্রেন হিসাবে বন্দে ভারত এক্সপ্রেস সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়। নতুন ধরনের এই ট্রেন দেশের মাটিতে চলতে শুরু করতেই সাধারণ মানুষদের মধ্যে উৎসাহ ও কৌতুহল চরমে পৌঁছায়। তবে এসবের মধ্যেই এবার বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Pic of Vande Bharat) হয়েছে যা দেখে রীতিমতো হাসির রোল পড়ে গিয়েছে। যে ছবিগুলি ভাইরাল হয়েছে সেই ছবির সত্যতা অবশ্য যাচাই করেনি বাংলাএক্সপি।

Advertisements

ভাইরাল হওয়া ছবি দেখে হাসির রোল পড়বেই না বা কেন? কেননা ওই সকল ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সামনের অংশ সেলাই করা। ঠিক যেমন আমাদের জামা প্যান্ট কোথাও ফেটে গেলে সেলাই করে তা চালানো হয়, ঠিক সেই রকমই ভাইরাল হওয়া ওইসব ছবিতে দেখা গিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের হাল।

Advertisements

বর্তমানে দেশের অধিকাংশ রাজ্যেই পৌঁছে গিয়েছে দেশের অন্যতম প্রিমিয়াম ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। প্রতিদিন এই সকল ট্রেনগুলিতে হাজার হাজার যাত্রীরা চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যান। ট্রেনের টিকিটের দাম অনেকটা বেশি হলেও এই সকল ট্রেনে কিন্তু যাত্রী চাহিদার কমতি নেই। তবে মাঝে মাঝেই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ও তার পরিষেবা নিয়ে নানান প্রশ্ন তুলতে দেখা যায় যাত্রীদের। তবে এবার প্রশ্ন নয়, বরং ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হাসির রোল পড়ে যাওয়ার পাশাপাশি অনেকেই বলছেন এমনটা ভারতেই সম্ভব।

Advertisements

আরও পড়ুন : Vande Bharat Express: প্রিমিয়াম ট্রেনের তালিকায় রাজধানী এক্সপ্রেসের এই তকমা কেড়ে নিতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস, এলো নতুন আপডেট

ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যাচ্ছে, একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সামনের অংশ সেলাই করা। যে জায়গাটি সেলাই করা রয়েছে সেটিকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের চোয়াল বলা যেতে পারে। ছবি দেখে যা বোঝা যাচ্ছে, ওই ট্রেনটির সঙ্গে কোন কিছুর ধাক্কা লাগার কারণে সামনের ওই অংশটি ভেঙ্গে যায়। আর তারপরেই সেটিকে লোহার তার দিয়ে সেলাই করে আটকে দেওয়া হয়েছে। তবে ওই অংশ ভেঙ্গে থাকা অথবা সেলাই করে চালানোর ক্ষেত্রে ট্রেনের কোন সমস্যা হবে না।

এই ট্রেনটি কোন রুটের মধ্যে ভারত এক্সপ্রেস ট্রেন তা সম্পর্কে অবশ্য ভাইরাল হওয়া ওই ছবিতে কিছু জানানো হয়নি। রেলের তরফ থেকেও এই ছবি নিয়ে কোন রকম মন্তব্য করা হয়নি। স্বাভাবিকভাবেই এই ছবি সত্য না অসত্য তা বিচার না করে এখন সোশ্যাল মিডিয়ায় নাগরিকরা রীতিমতো বিষয়টি নিয়ে মজা নিচ্ছেন।

Advertisements