Bonus For Civic Volunteers: হাতে মিলবে বেশি টাকা, আরজি কর কাণ্ডের মাঝেই সিভিক ভলেন্টিয়ারদের জন্য বোনাস উপহার নবান্নের

Shyamali Das

Published on:

Advertisements

হাওড়া : আরজি কর কাণ্ড (RG Case) নিয়ে এখন উত্তাল গোটা রাজ্য। শুধু রাজ্য নয়, পাশাপাশি উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। আবার আরজি কর কাণ্ডের প্রতিবাদের আগুন পৌঁছে গিয়েছে বিদেশের মাটিতেও। সবচেয়ে বড় বিষয় হলো, আরজি কর কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer)। আর এমন একজন সিভিক ভলেন্টিয়ারের গ্রেফতারের পরিপ্রেক্ষিতে যখন সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে নানান প্রশ্ন উঠছে সেই সময় তাদের জন্য উপহার ঘোষণা করল নবান্ন (Nabanna)।

Advertisements

নবান্নের তরফ থেকে বুধবার সিভিক ভলেন্টিয়ারদের অ্যাড হক বোনাস (Bonus For Civic Volunteers) নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। যে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের আওতায় থাকা সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের অ্যাড হক বোনাস বৃদ্ধি করা হচ্ছে। শুধু সিভিক ভলেন্টিয়াররা নন, পাশাপাশি একইভাবে বর্ধিত অ্যাড হক বোনাস পাবেন ভিলেজ পুলিশরাও।

Advertisements

কত টাকা বাড়ানোর ঘোষণা করা হলো? নবান্নের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২-২৩ অর্থবর্ষে রাজ্য ও কলকাতা পুলিশের আওতায় থাকা সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশরা ৫৩০০ টাকা করে অ্যাড হক বোনাস পেতেন। তবে এবার অর্থাৎ ২০২৩-২৪ অর্থবর্ষে সেই টাকা বাড়িয়ে করা হয়েছে ৬০০০ টাকা। অর্থাৎ আগের তুলনায় এবার ৭০০ টাকা বেশি ঢুকবে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে ভিলেজ পুলিশদের পকেটে।

Advertisements

আরও পড়ুন : Birbhum News: ‘স্যার আমাদের ছেড়ে যেও না’! প্রিয় শিক্ষকের বদলি আটকাতে পড়ুয়াদের অঝোরে কান্না

কলকাতা পুলিশের আওতায় থাকা সিভিক ভলেন্টিয়াররা আগে ৫৩০০ টাকা অ্যাড হক বোনাস পেলেও রাজ্য পুলিশের আওতায় থাকা সিভিক ভলেন্টিয়াররা কিন্তু ২০০০ টাকা অ্যাড হক বোনাস পেতেন। যে ঘটনা নিয়ে গত বছর রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমন বৈষম্য তুলে ধরেছিলেন। এমন বৈষম্য তুলে ধরার পর রাজ্য জুড়ে বিতর্ক তৈরি হয়।

বিতর্ক মাথাচাড়া দিতেই রাজ্য সরকার বৈষম্য দূর করে সবার জন্য ৫৩০০ টাকা অ্যাড হক বোনাস দেওয়া হবে বলে ঘোষণা করে। এক্ষেত্রে গতবছরই রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের কপাল খুলেছিল। আর এবার দুর্গা পুজোর আগে নতুন করে রাজ্যের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশদের অ্যাড হক বোনাস ৭০০ টাকা করে বৃদ্ধি করার ফলে আরও কপাল খুলল। জানা যাচ্ছে পুজোর আগেই এই অ্যাড হক বোনাস সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশদের অ্যাকাউন্টে ঢুকে যাবে।

Advertisements