Champai Soren: খোলা ছিল তিন পথ, অবশেষে এটিই বেছে নিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন

Madhab Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ গত ৯ আগস্ট থেকে যেমন পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন জায়গা উত্তাল হয়েছে আরজি কর কান্ড নিয়ে, ঠিক সেই রকমই আবার রাজনৈতিক মহল উত্তাল ঝাড়খণ্ডকে (Jharkhand) নিয়ে। কেননা ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন (Champai Soren) মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। এরপরই তার বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা শুরু হয়।

Advertisements

চম্পাই সোরেনকে নিয়ে এমন জল্পনা শুরু হওয়ার মাঝেই হঠাৎ তাকে দিল্লি সফরে যেতে দেখা যায়। যে সময় তার বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা আরও কয়েকগুণ বেড়ে যায়। তবে দিল্লি পৌঁছে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, তিনি ব্যক্তিগত কাজে দিল্লি এসেছেন। তিনি এখনো কোন কিছু সিদ্ধান্ত নেননি। যা সিদ্ধান্ত নেওয়া হবে তা জানিয়ে দেওয়া হবে।

Advertisements

চম্পাই সোরেনের এমন মন্তব্যের পর রাজনৈতিক মহলের অনেকেই মনে করছিলেন, নিজের দর বাড়াচ্ছেন চম্পাই সোরেন। আবার কেউ কেউ মনে করছিলেন, জেএমএম-এই হয়তো তিনি থেকে যাবেন অথবা বিজেপিতে যোগ দিলে বিধানসভা ভোটের আগে যোগ দিতে পারেন। তবে এই সমস্ত জল্পনাকে এবার দূরে সরিয়ে দিয়ে নতুন ঘোষণা করলেন তিনি।

Advertisements

আরও পড়ুন : Sayantika Banerjee Video: প্রতিবাদ মঞ্চ নাকি সিনেমার শুটিং! ঋতুপর্ণার শাঁখের মতো গিটার বাজিয়ে হাসির খোরাক সায়ন্তিকা

চম্পাই সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হয়েছিলেন চলতি বছর ২ ফেব্রুয়ারি। এরপর থেকে ৪ জুলাই পর্যন্ত তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব পালন করেন। প্রায় পাঁচ মাস মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন মূলত ইডির হাতে হেমন্ত সোরেনের গ্রেপ্তার হওয়ার কারণে। হেমন্ত সোরেন জেল থেকে মুক্তি পাওয়ার পর তাকে ফের মুখ্যমন্ত্রী হিসাবে সিংহাসনে বসায় জেএমএম, আর এরপরই শুরু হয় চম্পাই সোরেনের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা। জানা গিয়েছে, দিল্লি যাওয়ার আগে নাকি তিনি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গেও দেখা করেছিলেন।

তবে তার বিজেপিতে যোগ দেওয়ার যে জল্পনা শেষ কয়েকদিন ধরে চলছিল সেই জল্পনার অবসান ঘটে বুধবার। বুধবার তিনি নতুন দল তৈরি করার ঘোষণা করেন এবং সেই নতুন দল কবে তৈরি হবে তাও জানিয়ে দেন। এমন ঘোষণা করার আগে তিনি জানান, তার কাছে তিনটি রাস্তা খোলা ছিল। একটি হল রাজনীতি থেকে অবসর নেওয়া, দ্বিতীয়টি হলো নতুন দল তৈরি করা আর তৃতীয়টি হল কোন জোট সঙ্গী পেলে তার সঙ্গে এগিয়ে চলা। এক্ষেত্রে তিনি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন না, কোন জোট সঙ্গীর সঙ্গে হাত ধরে এগিয়েও যাচ্ছেন না। সিদ্ধান্ত নিয়েছেন নতুন দল গঠন করার। আর তিনি এক সপ্তাহের মধ্যেই এই নতুন দল গঠন করে নেবেন।

Advertisements