Sabooj Sathi Prakalpa: রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প সবুজ সাথীর জন্য আবেদনের পদ্ধতি

Prosun Kanti Das

Published on:

Advertisements

Sabooj Sathi Prakalpa: রাজ্য সরকার পড়ুয়াদের সুবিধার্থে নানা প্রকল্প চালু করেছে, এর মধ্যে কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। এই প্রকল্পের মাধ্যমে স্কুল কলেজের ছাত্রীরা আর্থিক দিক থেকে নানাভাবে সহায়তা পেয়ে থাকে। পশ্চিমবঙ্গ সরকার ছাত্র-ছাত্রীদের শুধুমাত্র আর্থিক দিক থেকে সহায়তা করে তা নয় তাদের স্কুলে যাতায়াতের ক্ষেত্রে যাতে কোন প্রকার অসুবিধা না হয় তার জন্যই চালু করা হয়েছে ‘সবুজসাথী’ প্রকল্প।

Advertisements

সবুজসাথী স্কিম (Sabooj Sathi Prakalpa) রাজ্য সরকার দ্বারা পরিচালিত একটি ছাত্র কল্যাণমূলক উদ্যোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পটি চালু করেছে রাজ্যে ছাত্র-ছাত্রীদের স্কুলে পৌঁছালো সুবিধার জন্য। শিক্ষার প্রসারই হলো এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। বিশেষ করে যারা সুবিধাবঞ্চিত এবং প্রত্যন্ত এলাকায় থাকে, তারা যাতে সহজে স্কুলে যাতায়াত করতে পারে তার জন্য সবুজসাথী হলো একটি প্রশংসনীয় উদ্যোগ।

Advertisements

এই প্রকল্প (Sabooj Sathi Prakalpa) রাজ্য সরকার প্রথম চালু করে ২০১৫ সালে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সূচনা করেছিল অধুনা ঝাড়গ্রাম জেলার, নয়াগ্রামের একটি প্রশাসনিক সভা থেকে। প্রকল্পটির প্রধান উদ্দেশ্য হল, সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত নবম থেকে দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ করা।

Advertisements

আরো পড়ুন: Khadya Sathi Prakalpa: খাদ্যসাথী প্রকল্পে বিনামূল্যে মিলবে চাল-গম, কীভাবে আসবেন প্রকল্পের আওতায়

যদিও এই প্রকল্পের (Sabooj Sathi Prakalpa) আওতায় প্রথমে ছাত্রীদেরই সাইকেল দেওয়া হতো কিন্তু পরবর্তীকালে তা ছাত্রদেরকেও দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কোন আবেদন করতে হয় না এই প্রকল্পের অধীনে সাইকেল পেতে গেলে। যেসব পড়ুয়ারা সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের নবম শ্রেণীতে পড়ে তারা সকলেই এই সাইকেল পেয়ে থাকে।

এই প্রকল্পের আওতায় সাইকেল পেতে গেলে প্রয়োজনীয় শর্তাবলী

পড়ুয়াদের বয়স ১৩ থেকে ১৮ বছরের মধ্যে হতে হবে। নবম দিকে দ্বাদশ শ্রেণীতে পড়ুয়ারত ছাত্র-ছাত্রীরাই এই প্রকল্পের আওতায় সাইকেল পাবে। এই প্রকল্পের সুবিধা পাবে কেবলমাত্র সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পড়ুয়ারাই। অবশ্যই রাজ্যে স্থায়ী বাসিন্দা হতে হবে।

সবুজ সাথী প্রকল্পের (Sabooj Sathi Prakalpa) উদ্দেশ্য

প্রকল্পটির প্রধান উদ্দেশ্য হল, পড়ুয়া যাতে নিয়মিত স্কুলে আসে সেই বিষয়টিকে আরও বেশি উৎসাহিত করা। সাইকেল এমন একটি যানবাহন যা পরিবেশকে দূষিত করে না এবং শরীর স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এই সমস্ত কথা চিন্তা করেই রাজ্যে চালু হয় সবুজসাথী প্রকল্প।

Advertisements