High Court Order: লোকাল ট্রেন নিয়ে হাইকোর্টের নির্দেশ জানেন তো? কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছে আদালত। ভারতের সর্বাধিক ব্যবহৃত পরিবহন ব্যবস্থা ভারতীয় রেল পরিষেবা। প্রতিদিন প্রায় কয়েক লাখ মানুষ এই পরিষেবাটি ব্যবহার করে বহু সংখ্যক মহিলা যাত্রীদেরকেও প্রতিদিন যাতায়াত করতে হয় ট্রেনে করই। সেই সমস্ত মহিলা যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে প্রত্যেকটি লোকাল ট্রেনে একটি আলাদা মহিলা কম্পার্টমেন্টের ব্যবস্থা করা হয়েছে। সেখানে শুধুমাত্র মহিলাদেরই প্রবেশাধিকার রয়েছে। কিন্তু কিছু ক্ষেত্রে মহিলা কামরাতে পুরুষ যাত্রী উঠে পড়ার ঘটনা ঘটতে দেখা যায়। কিন্তু এই ঘটনা কোনোভাবেই কাম্য নয়। এই সমস্যা দূর করতে উদ্যোগী সরকার। কলকাতা হাইকোর্টের নির্দেশে (High Court Order) এখন থেকে মহিলা কামরায় উঠে পরা পুরুষ যাত্রীদের বিরুদ্ধে নিতে হবে কড়া পদক্ষেপ।
লোকাল ট্রেনের মহিলা কামরায় পুরুষ যাত্রীদের উঠে পড়া নিয়ে একটি মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানি বেরিয়েছে এই চলতি সপ্তাহে। হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে মহিলাদের জন্য নির্দিষ্ট কামরায় কোন মতেই পুরুষ যাত্রীরা উঠতে পারবেন না। এই সমস্যা প্রতিরোধে প্রয়োজন হলে নিরাপত্তা রক্ষীর সংখ্যা আরো বাড়িয়ে দিতে হবে প্রত্যেকটা স্টেশনে। কিন্তু তারপরও যদি এই ঘটনা ঘটে তাহলে সেই নির্দিষ্ট যাত্রীর বিরুদ্ধে তৎক্ষণাৎ কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট (High Court Order)।
মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে প্রত্যেকটি লোকাল ট্রেনে দুটি করে মহিলা কামরা সংরক্ষণ করা হয়েছে। এছাড়াও পূর্ব রেলের বিভিন্ন শাখায় গোটা একটি করে ট্রেনকে সংরক্ষিত করা হয়েছে শুধুমাত্র মহিলাদের জন্য। এই ট্রেনটির নাম রাখা হয়েছে মাতৃভূমি স্পেশাল। লোকাল ট্রেনে মহিলাদের জন্য সুরক্ষিত বিশেষ কামরায়, এমনকি মহিলাদের জন্য নির্দিষ্ট ট্রেনটিতেও উঠে পড়ছে পুরুষ যাত্রীরা। এমনই অভিযোগ উঠেছিল রেল পরিষেবার বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল এক মহিলা রেল যাত্রীর তরফ থেকে।
আরো পড়ুন: এখন থেকেই ঘোষণা হয়ে গেল দিঘার পুজো স্পেশাল ট্রেন, দেখে নিন ডেট ও টাইমটেবিল
মাতৃভূমি স্পেশালে পুরুষ যাত্রীদের ওঠা নিষিদ্ধ। এমনকি মহিলাদের সুরক্ষা ব্যাবস্থা নিশ্চিত করতে এই ট্রেনটিতে বিশেষভাবে নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তারপরও বহু পুরুষ যাত্রীদের ওই ট্রেনে যাতায়াত করতে দেখা যাচ্ছে। যাত্রীদের করা অভিযোগের ভিত্তিতে এই সমস্যা সমাধানের নিরাপত্তা রক্ষীর সংখ্যা আরো বাড়ানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (High Court Order)। এছাড়াও রেলের পক্ষ থেকে গ্রেফতার করা হয়েছে বেশ কিছু বীনা টিকিটে যাত্রা করা যাত্রীকে। এই সংখ্যাটাও নেহাত কম নয়। গ্রেফতার করা হয়েছে প্রায় ৩৪৭৭ জনকে।
কলকাতা হাইকোর্টে করা অভিযোগ অনুযায়ী, শুধুমাত্র পুরুষ যাত্রীরা উঠে পড়ছেন বিষয়টা এমন নয়। তারা দুর্ব্যবহার করছেন মহিলা যাত্রীদের সাথে। পুরুষদের স্বেচ্ছাচারিতার বিরোধিতা করতে গেলেই অসম্মানের শিকার হতে হয় মহিলাদের। কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েও কোন সূরাহা করা সম্ভব হয়নি। এই সমস্ত অভিযোগের বিরুদ্ধে রেল কর্তৃপক্ষকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট (High Court Order)। রায় জানানোর সময় হাইকোর্টের বিচারপতি জানিয়েছেন, অভিযোগগুলি অত্যন্ত দুর্ভাগ্যজনক। যাত্রি নিরাপত্তা সব সময়ের জন্য অগ্রাধিকার পাবার যোগ্য।