বাংলাএক্সপি ডেস্কঃ ভারতে ইতিমধ্যেই 5G পরিষেবা দেওয়া শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই এমন উন্নতমানের পরিষেবা দিচ্ছে দেশের বৃহত্তম টেলিকম সংস্থা জিও (Jio) এবং দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেল (Airtel)। তবে এই দুই টেলিকম সংস্থার তরফ থেকে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে 5g পরিষেবা চালু করে দেওয়া হলেও গ্রাহক সংখ্যা এখনো পর্যন্ত সেই জায়গায় পৌঁছাতে পারেনি।
এই দুই সংস্থার তরফ থেকে গ্রাহকদের আরো বেশি করে 5G নেটওয়ার্কে টানার জন্য দিন দিন নতুন নতুন অফার দিচ্ছে। এমনকি এখনো পর্যন্ত দুই টেলিকম সংস্থার তরফ থেকে আলাদা করে 5G পরিষেবার জন্য কোন প্ল্যান লঞ্চ করেনি। নির্দিষ্ট করে দেওয়া কিছু 4G প্ল্যান রিচার্জ করলেই গ্রাহকরা আনলিমিটেড 5G ডেটা ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। কিন্তু তা সত্ত্বেও লক্ষ্যমাত্রায় পৌঁছানো যাচ্ছে না মূলত দেশের স্মার্টফোন ব্যবহারকারীদের অধিকাংশের কাছেই 5G স্মার্টফোন না থাকার কারণে।
দেশের অধিকাংশ মানুষের কাছে 5G স্মার্টফোন না থাকার একটি বড় কারণ হলো এর দাম। 4G স্মার্টফোনের তুলনায় দাম অনেক বেশি হওয়ার কারণে এখনো বহু গ্রাহক রয়েছেন যারা নতুন ফোন কিনলেও সেই 4G স্মার্টফোনে কিনছেন। এমন সমস্যার সমাধানে এবার Jio জলের দরে অর্থাৎ সস্তায় বাজারে আনতে চলেছে Jio 5G Phone। অন্যান্য যেকোনো মোবাইল প্রস্তুতকারী সংস্থার থেকে তাদের স্মার্টফোনের দাম কম হবে বলেই দাবি করা হচ্ছে।
আরও পড়ুন : Indian Railways Bedroll: দূরপাল্লার ট্রেনে এবার মিলবে আরও বেশি আরাম, বেডরোলে বদল আনছে ভারতীয় রেল
Jio 5G Phone বাজারে আসা নিয়ে যা জানা যাচ্ছে তাতে খুব সম্ভবত আগামী ২৯ আগস্ট নতুন এই ফোনটি লঞ্চ হয়ে যেতে পারে। ফোনটির অপারেটিং সিস্টেম এমনভাবে তৈরি করা হয়েছে যা ভারতীয় নাগরিকদের ব্যবহারের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে। স্মার্টফোনটির অপারেটিং সিস্টেমের নাম প্রগতি। যা অনুমান করা হচ্ছে তাতে এমন স্মার্টফোনের দাম ৮ হাজার টাকা থেকে শুরু হতে পারে।
Jio 5G Phone যে স্মার্টফোন লঞ্চ হবে তার কেবলমাত্র একটি ভেরিয়েন্ট থাকবে এমন নয়। এই ফোনের একাধিক ভেরিয়েন্ট থাকবে বলেই জানা যাচ্ছে। এক্ষেত্রে প্রারম্ভিক দাম ৮ হাজার টাকা হলেও টপ মডেলের দাম ১২০০০ টাকা হতে পারে। এক্ষেত্রে সবচেয়ে কম দামি অর্থাৎ বেস মডেলের ক্ষেত্রে ৪ জিবি র্যাম এবং টপ মডেলের ক্ষেত্রে ৬ জিবি র্যাম থাকতে পারে বলে জানা যাচ্ছে। এছাড়াও থাকবে সাড়ে ছয় ইঞ্চির এইচডি ডিসপ্লে, ১৩+২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৩২ জিবি স্টোরেজ, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ এবং ৫০০০ এমএএইচ-এর ব্যাটারি।