বাংলাএক্সপি ডেস্কঃ ভারতের মতো দেশের অধিকাংশ মানুষ রয়েছেন যারা ট্রেনে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় একবার অন্ততপক্ষে সফর করেছেন। কেউ রাজধানী এক্সপ্রেস ট্রেনে চড়েছেন, কেউ আবার চড়েছেন গরীব রথে। কেউ আবার চলেছেন ভারতীয় রেলের (Indian Railways) অন্য কোন ট্রেনে। লক্ষ্য করলে দেখা যাবে এই সকল ট্রেনের কোচের রং আলাদা আলাদা হয়ে থাকে। কোচের রং (Train Colour Knowledge) এমন আলাদা আলাদা হওয়ার পিছনে কি কারণ রয়েছে বা এর কোন আলাদা অর্থ রয়েছে কিনা চলুন দেখে নেওয়া যাক।
লক্ষ্য করলে দেখা যাবে অধিকাংশ রাজধানী এক্সপ্রেস ট্রেনের কোচের রং হয়ে থাকে লাল। একইভাবে শতাব্দী এক্সপ্রেস ট্রেনেরও অনেক কোচের রঙও লাল হয়ে থাকে। অন্যান্য এক্সপ্রেস ট্রেনের কোচের রং হয়ে থাকে নীল-হলুদ। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের কোচের রং সাধারণত নীল সাদা, এখন কিছু ট্রেন তৈরি হচ্ছে যেগুলি রং গেরুয়া ও ধূসর। আবার গরিব রথ ট্রেনের রং হয় সবুজ
ট্রেনের এমন আলাদা আলাদা রঙের পিছনে তেমন কোনো অর্থ নেই বলেই জানিয়েছেন রাঁচি রেল বিভাগের সিনিয়র ডিসিএম নিশান্ত কুমার। তবে তিনি জানিয়েছেন, এই যে আলাদা আলাদা রং রয়েছে তা ট্রেনের ক্যাটাগরি বলে দেয় এবং ট্রেনের বিশেষত্ব বলে দেয়। ট্রেনের আলাদা আলাদা রঙের ক্ষেত্রে কি কি বিশেষত্ব রয়েছে তা তিনি জানিয়েছেন।
রাজধানী অথবা শতাব্দী এক্সপ্রেসের মত ট্রেনে যে লাল কোচ ব্যবহার করা হয় সেগুলি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। এগুলির ওজন তুলনামূলক কম এবং অনেক বেশি সুরক্ষিত। এছাড়াও এই কোচগুলি দ্রুতগতির কোচ। এই ধরনের কোচ ট্রেনে ইন্সটল করার ক্ষেত্রে লাল রং বেছে নেওয়া হয়েছিল। তবে লাল রং বেছে নেওয়ার পিছনে আলাদা করে কোন তাৎপর্য নেই। এই সকল কোচগুলি মূলত এলএইচবি কোচ।
আরও পড়ুন : Indian Railways Bedroll: দূরপাল্লার ট্রেনে এবার মিলবে আরও বেশি আরাম, বেডরোলে বদল আনছে ভারতীয় রেল
ভারতীয় রেলের দূরপাল্লার বিভিন্ন ট্রেনে যে সকল নীল রঙের কোচ দেখা যায় সেগুলির ওজন লাল রঙের কোচের তুলনায় বেশি। এই সকল কোচগুলি লোহা দিয়ে তৈরি এবং বেশ পুরাতন। এই কোচগুলি এক্সপ্রেস এবং যাত্রীবাহী ট্রেনে ব্যবহার করা হয়। কোচগুলির গতি রাজধানী ও শতাব্দি এক্সপ্রেসের মতো ট্রেনের কোচের তুলনায় কম।
অন্যদিকে বন্দে ভারত এক্সপ্রেস ও গরিব রথের মতো ট্রেনের ক্ষেত্রে যে রং ব্যবহার করা হয় তা মূলত ভিন্নতা আনতেই। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন হল দেশের প্রিমিয়াম ট্রেনগুলির মধ্যে অন্যতম এবং এর কোচ থেকে শুরু করে গঠন রং সমস্ত কিছু অন্যান্য ট্রেনের থেকে আলাদা। একইভাবে গরিব রথ ট্রেন অন্যান্য ট্রেনের থেকে ভিন্ন। আর এই ভিন্নতা আনতেই রেলের তরফ থেকে গরিব রথ ট্রেনের রংয়ের ক্ষেত্রে সবুজ রং ব্যবহার করে। গরিব রথ ট্রেনের মাধ্যমে অনেক কম খরচে এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়া যায়। আর এই ট্রেনের বিশেষ পরিচয় পেয়ে থাকে মূলত তার রঙের ক্ষেত্রেই।