Lakshmir Bhandar: বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? নতুন ফর্মের কথা জানালেন কুনাল ঘোষ

Shyamali Das

Published on:

Advertisements

কলকাতা: সরকারি প্রকল্পের কথা বলতে গেলে প্রথমেই যে প্রকল্পটির কথা বলতে হয় তার নাম হলো লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar)। যে প্রকল্প সম্পর্কে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের নতুন করে বলার কিছু নেই, যে প্রকল্প পশ্চিমবঙ্গের মহিলাদের এখন মাসে মাসে ১০০০ ও ১২০০ টাকা করে দিচ্ছে। তবে এবার এই প্রকল্প নিয়ে তৃণমূল নেতা কুনাল ঘোষের যা দাবি তা রীতিমতো চাঞ্চল্যকর।

Advertisements

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রাজ্যের বহু মহিলাদের মাসে মাসে হাত খরচের অন্যতম টাকার সংস্থান হলেও এই প্রকল্প এখন জুড়ে গিয়েছে আরজি কর কাণ্ডের সঙ্গে। আরজি কর কাণ্ডের পর চারদিকে যেমন প্রতিবাদ চলছে ঠিক সেই রকমই আবার শ্লোগান উঠছে, লক্ষ্মীর ভান্ডারের টাকা না দিয়ে মহিলাদের নিরাপত্তা দিক রাজ্য সরকার। এছাড়াও লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে অনেকেই অনেক কথা বলছেন।

Advertisements

এসবের মধ্যেই এবার কুনাল ঘোষ এই প্রকল্প নিয়ে মুখ খুললেন। কুনাল ঘোষ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার সহ অন্যান্য প্রকল্পের আওতায় যারা থাকতে চাইছেন না তাদের জন্য ফেরত দেওয়ার ব্যবস্থা করুক সরকার। এর জন্য রাজ্য সরকারের তরফ থেকে প্রকল্প থেকে নাম বাদ দেওয়ার জন্য আলাদা করে ফর্ম বের করুক। দুয়ারে সরকার শিবিরে নাম বাদ দেওয়ার জন্য আলাদা কাউন্টার হোক।

Advertisements

আরও পড়ুন : Ilish Rate in WB: ১০০ টাকাও লাগছে না, পশ্চিমবঙ্গের এই মার্কেটে ইলিশের পিস এখন মিলছে জলের দরে

এখানেই শেষ নয়, এর পাশাপাশি কুনাল ঘোষ আরজি কর কাণ্ডের পর রাজ্য সরকারের বিরুদ্ধে বার বার সোশ্যাল মিডিয়ায় সমালোচনার বিষয়টিকে কটাক্ষ করে বলেছেন, ফেসবুকে বিকৃত বিপ্লবী না সেজে ফেরত দেওয়ার ফর্ম ফিলাপ করুন। যদিও তিনি আরজি কর কাণ্ডে যারা যুক্ত তাদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন। কিন্তু তার কথায় কুরাজনীতি নয়।

কুনাল ঘোষের এমন দাবি অবশ্য নতুন কিছু নয়। কেননা বেশ কয়েকদিন ধরেই তৃণমূলের বেশ কিছু নেতা কর্মী ও সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় একটি ধরনের মন্তব্য করে যাচ্ছে। এছাড়াও তারা সোশ্যাল মিডিয়ায় একটি ডামি ফর্ম ভাইরাল করেছেন, যেটিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ত্যাগ করার কথা বলা হচ্ছে। আর এই নিয়েই এখন আতঙ্ক তৈরি হয়েছে। তবে তৃণমূল নেতাকর্মী সহ কুনাল ঘোষের এমন দাবির পাল্টা অনেকেই দিয়েছেন। অনেকেরই মন্তব্য, লক্ষ্মীর ভান্ডার সহ অন্যান্য যে সকল সরকারি প্রকল্প রয়েছে, ‘সেগুলি তৃণমূলের নয়। সেগুলি রাজ্য সরকারের এবং রাজ্য সরকার এই সকল প্রকল্পের সুবিধা দিয়ে থাকে সাধারণ মানুষের দেওয়া ট্যাক্স থেকেই।’

Advertisements