Bengal Weather Update: ধীরগতির নিম্নচাপে বিপাকে বাংলা, সিঁদুরে মেঘ দেখার পূর্বাভাস আবহাওয়ার মেগা আপডেটে

Shyamali Das

Published on:

Advertisements

কলকাতা: একটি নিম্নচাপ এখন রীতিমতো বিপাকে ফেলেছে পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যের পাশাপাশি বাংলাদেশকে। টানা বৃষ্টির কারণে ইতিমধ্যেই ত্রিপুরার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি খারাপের দিকে এগোচ্ছে, একইভাবে বন্যা পরিস্থিতি খারাপের দিকে এগিয়েছে বাংলাদেশে। আবার এসবের মধ্যেই সিঁদুরে মেঘ দেখার মত পূর্বাভাস পাওয়া গেল আবহাওয়ার মেগা আপডেটে (Bengal Weather Update)।

Advertisements

বৃষ্টির কারণে এমন বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার পিছনে রয়েছে বাংলাদেশের উপর তৈরি হওয়া একটি নিম্নচাপ। যে নিম্নচাপটি অত্যন্ত ধীর গতির এবং খুব ধীরে ধীরেই এই নিম্নচাপ পশ্চিম দিকে এগিয়ে চলেছে। নিম্নচাপটি তৈরি হয়েছিল ১৬ আগস্ট। বাংলাদেশ লাগোয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল এই নিম্নচাপ। তৈরি হওয়ার পর আট দিন ধরে সামান্য কিছু জায়গাতেই এই নিম্নচাপ ঘোরাফেরা করছে। আর এর ফলেই বৃষ্টিতে এখন নাজেহাল অবস্থা বাংলাদেশের।

Advertisements

অন্যদিকে বাংলাদেশ লাগোয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ওই নিম্নচাপের নতুন একটি সঙ্গী হয়েছে শুক্রবার। কেননা বঙ্গোপসাগরে শুক্রবার নতুন একটি ঘূর্ণাবর্তের জন্ম হয়েছে। আর এসবের কারণেই আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ কোথাও কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত থাকবে বলেও জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি একই রকম পূর্বাভাস রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও। আর ঝাড়খণ্ডে অতি বৃষ্টি হওয়া মানে বিপত্তি পশ্চিমবঙ্গের।

Advertisements

আরও পড়ুন : Earthquake in North Bengal: ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্য, ১৫ দিনের ব্যবধানে কম্পনে বাড়ছে আতঙ্ক

১৬ আগস্ট তৈরি হওয়া নিম্নচাপ ধীরে ধীরে শক্তি বাড়িয়ে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের দিকে এগোনোর কথা ছিল। কিন্তু পশ্চিমবঙ্গের দিকে ওই নিম্নচাপ বৃহস্পতিবার পর্যন্ত আসেনি এবং শক্তিও বাড়ায়নি। তবে শুক্রবার থেকে এই নিম্নচাপের গতি বেড়েছে এবং ওই নিম্নচাপ বাংলাদেশ ছেড়ে ঝাড়খন্ড লাগোয়া পশ্চিমবঙ্গের উপর আশ্রয় নিয়েছে। এবার এই নিম্নচাপ আরো পশ্চিমের দিকে সরে যাবে। তবে এই নিম্নচাপের পরমায়ু এখনই শেষ হচ্ছে না।

আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানা গিয়েছে, ধীরগতির এমন নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টিপাত চলবে আগামী দিন কয়েক। শনিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি বজায় থাকবে।

Advertisements