Puri Special Train: পুজোর ছুটিতে কলকাতা থেকে পুরী স্পেশাল ট্রেন দিল রেল

Shyamali Das

Published on:

Advertisements

কলকাতা : বাঙ্গালীদের জনপ্রিয় ঘোরার যে সকল জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম হলো পুরি (Puri)। বছরের বিভিন্ন সময় বাংলা থেকে হাজার হাজার পর্যটকদের পুরি ঘুরতে যেতে দেখা যায়। আবার পুজো সহ অন্যান্য ছুটির সময়ে ঘুরতে যাওয়ার এই প্রবণতা অনেক বেড়ে যায়। ঠিক সেই রকমই এবার পুজোর ছুটিতে কলকাতা থেকে পুরীর স্পেশাল ট্রেন (Puri Special Train) দিল রেল।

Advertisements

কলকাতা থেকে পুরী যাওয়ার জন্য রেলের তরফে যে স্পেশাল ট্রেন ঘোষণা করা হয়েছে, সেই স্পেশাল ট্রেনটি মহালয়ার পর দিন অর্থাৎ ৩ অক্টোবর থেকে যাত্রা শুরু করবে। ট্রেনটি অক্টোবর ও নভেম্বর মাস পর্যন্ত চলবে। ২৮ অক্টোবর পর্যন্ত ট্রেনটিকে চালানো হবে বলে আপাতত রেলের তরফ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Advertisements

দুর্গাপুজোর ছুটিতে পুরী ঘুরতে যাওয়ার প্রবণতা প্রথম থেকেই থাকে। এমন পরিস্থিতিতে এবারও এখন থেকেই পুজোর ছুটিতে পুরী যাওয়ার জন্য পর্যটকদের ট্রেনের টিকিট বুকিংয়ের হিড়িক পড়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই বহু পর্যটক রয়েছেন যারা টিকিট না পেয়ে প্ল্যান বাতিল করছেন অথবা অন্য কোন জায়গা ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন। এই সকল যাত্রীদের কথা মাথায় রেখেই এবার রেল পুরি স্পেশাল ট্রেনের ঘোষণা করলো।

Advertisements

আরও পড়ুন : Vande Metro Route: ঠিক হয়ে গেল ভারতের প্রথম বন্দে মেট্রো রুট, বাংলায় চলবে কবে?

রেলের তরফ থেকে কলকাতা স্টেশন থেকে পুরী পর্যন্ত যে স্পেশাল ট্রেনটি ঘোষণা করেছে তার নম্বর হলো ০৩১০১। ট্রেনটি প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার রাত ১১:৫০ মিনিটে কলকাতা স্টেশন থেকে রওনা দেবে এবং পুরি পৌছাবে পরদিন সকাল ৯:৩৫ মিনিটে। অন্যদিকে ০৩১০২ ট্রেনটি পুরি থেকে প্রতি সপ্তাহের শুক্রবার দুপুর তিনটের সময় রওনা দেবে এবং কলকাতা এসে পৌঁছাবে রাত দুটোর সময়।

কলকাতা ও পুরীর মধ্যে যাতায়াত করা এই স্পেশাল ট্রেনটি প্রান্তিক দুটি স্টেশন ছাড়াও আন্দুল, খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর, খুরদা রোড স্টেশনে স্টপেজ দেবে। যে কারণে এই সকল এলাকার মানুষেরাও স্পেশাল এই ট্রেনের ফলে অনেকটাই উপকৃত হবেন। রেলের তরফ থেকে জানানো হয়েছে, স্টেশনের টিকিট কাউন্টার ছাড়াও অনলাইনে এই দুটি স্পেশাল ট্রেনের টিকিট বুকিং করতে পারবেন যাত্রীরা।

Advertisements