বাংলাএক্সপি ডেস্কঃ বিশ্বের উন্নত দেশগুলির মত ধীরে ধীরে ভারতীয় টেলিকম জগতে একের পর এক বৈপ্লবিক পরিবর্তন আসছে। দেশে ধীরে ধীরে 2G থেকে 3G, 4G, আর এখন 5G লঞ্চ হয়েছে। আর এসবের মধ্যেই এবার 5G কেও অতীত করে 6G নিয়ে বড় ইঙ্গিত দিল কেন্দ্র। বলা যেতে পারে, কেন্দ্রের তরফ থেকে 6G নিয়ে যে বার্তা দেওয়া হয়েছে তাতে হয়তো আর খুব বেশি বছর অপেক্ষা করতে হবে না 6G (6G in India) নেটওয়ার্কের জন্য।
প্রযুক্তিগত দিক দিয়ে আমরা দেখেছি 2G থেকে শুরু করে 3G, 4G, 5G -এর মধ্যে ফারাক কতটা। আমরা দেখেছি এই প্রত্যেক পর্যায়ে ইন্টারনেট থেকে শুরু করে অন্যান্য পরিষেবার ক্ষেত্রে কতটা তফাৎ রয়েছে। স্বাভাবিকভাবেই যখন আমরা 5G ব্যবহার করে দ্রুতগতির ইন্টারনেট চালাতে পারছি সেই সময় 6G এলে তা আরও কত গতি পাবে ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রে।
5G বর্তমানে দেশের বৃহত্তম টেলিকম সংস্থা জিও এবং দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থার এয়ারটেল দেশের বিভিন্ন জায়গায় চালু করেছে। খুব তাড়াতাড়ি দেশের সমস্ত জায়গাতেই এই দুই টেলিকম সংস্থা তাদের 5G পরিষেবা পৌঁছে দেবে। আর এসবের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া 6G নিয়ে মুখ খুললেন।
আরও পড়ুন : New Rules: সিমকার্ড থেকে হেলমেট, ১ সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে ৫ নিয়ম
কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া 6G নিয়ে কাজ শুরু করার বার্তা দিয়েছেন দেশের টেলিকম সংস্থাগুলিকে। এখন থেকেই যাতে 6G নিয়ে টেলিকম সংস্থাগুলি কাজ শুরু করে দেয় তার জন্য পরামর্শ দিয়েছেন তিনি। এখন থেকেই নতুন এই প্রযুক্তি নিয়ে কাজ শুরু করার কারণ হিসেবে দেশেরই লাভ হবে বলে দাবি করেছেন তিনি। এর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, এমন পদক্ষেপ নিতে হবে যাতে 6G পেটেন্টের ১০ শতাংশ এবং তিন বছরে প্রযুক্তির এক ষষ্ঠাংশ শতাংশ বাজার দখল করতে পারে।
প্রযুক্তিগত দিক দিয়ে উন্নতির ক্ষেত্রে কেন্দ্র সরকারের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। কেন্দ্রের এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে এখন যেমন দেশে 5G টেকনোলজির ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে পারছেন সাধারণ মানুষেরা, ঠিক সেই রকমই আগামী দিনে 6G টেকনোলজির পরিষেবা ব্যবহার করতে পারবেন বলেই আশা করা হচ্ছে এবং তা হয়তো খুব তাড়াতাড়ি ব্যবহার করার সুযোগ পেতে পারেন দেশের মানুষেরা।