বাংলাএক্সপি ডেস্কঃ ভারতের টেলিকম বাজারে দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা হিসেবে এয়ারটেল প্রতিনিয়ত নিজেদের সুনাম বজায় রেখেছে। এই টেলিকম সংস্থাটি এখন দেশের বিভিন্ন এলাকায় রয়েছে যেখানে 5G পরিষেবা চালু করে দিয়েছে। টেলিকম সংস্থাটির প্রতি পদে পদে দেশের বৃহত্তম টেলিকম সংস্থা জিওকে চাপের মধ্যে ফেলে দিচ্ছে গ্রাহক সংখ্যা থেকে শুরু করে উন্নতমানের পরিষেবা প্রদানের ক্ষেত্রে।
এয়ারটেল সম্প্রতি অন্যান্য বেসরকারি টেলিকম সংস্থাগুলির মতোই নিজেদের মোবাইল খরচ বৃদ্ধি করেছে। তবে মোবাইল খরচ বৃদ্ধি করার পাশাপাশি তারা নতুন নতুন রিচার্জ প্ল্যান (Airtel Recharge Plans) লঞ্চ করেছে। নতুন নতুন যে সকল রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে তার মধ্যে ৩টি রিচার্জ প্ল্যান গ্রাহকদের দিচ্ছে অফুরান ডেটার সঙ্গে অফুরান অ্যাপস সাবস্ক্রিপশন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কোন তিনটি রিচার্জ প্ল্যানের কথা বলা হচ্ছে।
১) এয়ারটেল ৪০৯ টাকার একটি নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে, যে রিচার্জ প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকরা প্রতিদিন ২.৫ জিবি ডেটা পাবেন। যাদের 5G হ্যান্ডসেট রয়েছে তারা আনলিমিটেড 5G ডেটা ব্যবহার করার সুযোগ পাবেন। এছাড়াও রয়েছে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস। এর ভ্যালিডিটি ২৮ দিন। এর পাশাপাশি এই রিচার্জ প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকরা Airtel Xstream Play প্রিমিয়ামে ২২টিরও বেশি OTT অ্যাপের সাবস্ক্রিপশন পাবেন।
আরও পড়ুন : Indian Railways: সারা বছর রোজগারের সুযোগ করে দিচ্ছে হাওড়া-শিয়ালদহ স্টেশন
২) এয়ারটেল ৪৪৯ টাকার একটি নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে, যে রিচার্জ প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকরা প্রতিদিন ৩ জিবি ডেটা পাবেন। যাদের 5G হ্যান্ডসেট রয়েছে তারা আনলিমিটেড 5G ডেটা ব্যবহার করার সুযোগ পাবেন। এছাড়াও রয়েছে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস। এর ভ্যালিডিটি ২৮ দিন। এর পাশাপাশি এই রিচার্জ প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকরা Airtel Xstream Play প্রিমিয়ামে ২২টিরও বেশি OTT অ্যাপের সাবস্ক্রিপশন পাবেন।
৩) এয়ারটেল ৯৭৯ টাকার একটি নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে, যে রিচার্জ প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি ডেটা পাবেন। যাদের 5G হ্যান্ডসেট রয়েছে তারা আনলিমিটেড 5G ডেটা ব্যবহার করার সুযোগ পাবেন। এছাড়াও রয়েছে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস। এর ভ্যালিডিটি ৮৪ দিন। এর পাশাপাশি এই রিচার্জ প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকরা Airtel Xstream Play প্রিমিয়ামে ২২টিরও বেশি OTT অ্যাপের সাবস্ক্রিপশন পাবেন।