World Biggest Stadium: তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম, জেনে নিন বিস্তারিত। ক্রিকেটের পর এবার ফুটবলেও তৈরি হতে চলেছে নতুন ইতিহাস। তৈরি করা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম (World Biggest Stadium)। এর কিছুদিন আগেই পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা হয়েছে ভারতবর্ষে। তার নাম দেওয়া হয়েছে নরেন্দ্র মোদি স্টেডিয়াম। এবার ফুটবলের পালা। তবে এবার আর ভারত নয়, ফুটবল স্টেডিয়াম তৈরি হচ্ছে আফ্রিকাতে। আফ্রিকার কোন দেশে? কি নামে? তৈরি করা হচ্ছে এই স্টেডিয়াম। কারাই বা দায়িত্ব নিয়েছে স্টেডিয়াম তৈরি করার? সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে।
বিশ্ব ফুটবলের ইতিহাসে আরও এক নতুন ইতিহাস গড়তে চলেছে আফ্রিকা। সেখানেই তৈরি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম (World Biggest Stadium)। ২০৩০ সালে আয়োজিত ফিফা ওয়ার্ল্ড কাপে প্রথমবারের জন্য দুটি মহাদেশ থেকে তিনটি দেশ আয়োজক দেশ হিসেবে অংশগ্রহণ করতে চলেছে। আয়োজক দেশগুলি হল স্পেন, পর্তুগাল এবং মরক্কো। সেই ওয়ার্ল্ড কাপের কথা মাথায় রেখেই তৈরি করা হচ্ছে নতুন স্টেডিয়াম। বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়ামটির নাম রাখা হয়েছে গ্র্যান্ড স্টেড হাসান ২। এই স্টেডিয়ামটি তৈরি করা হচ্ছে মরক্কোর কাসাব্লাঙ্কায়।
দর্শকাসনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম (World Biggest Stadium) হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে গ্র্যান্ড স্টেড হাসান ২। মরক্কোতে তৈরি হওয়া এই স্টেডিয়ামটিতে আসন সংখ্যা কত থাকতে পারে সে বিষয়ে সঠিক তথ্য এখনো পর্যন্ত জান না গেলেও, আনুমানিক ১ লক্ষ ১৫ হাজার আসন সংখ্যা হতে পারে এই স্টেডিয়ামটিতে। গ্র্যান্ড স্টেড হাসান ২ শুধুমাত্র খেলাধুলার কাজেই নয়, ব্যবহার করা হবে সাংস্কৃতিক বিকাশের জন্যেও। এটির মাধ্যমে তুলে ধরা হবে মরক্কোর সংস্কৃতি কেউ মরক্কোর সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে এই স্টেডিয়াম।
আরো পড়ুন: রেল লাইনের উপরেই নিশ্চিন্তের ঘুম, ট্রেন থামিয়ে ঘুম ভাঙাতে হল চালককেই
বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামটির (World Biggest Stadium) ডিজাইন তৈরি করার দায়িত্ব নিয়েছে পপুলাস। এবং গোটা স্টেডিয়ামটা তৈরি করার দায়িত্ব নিয়েছে চোই, পপুলাসের বিশেষজ্ঞরা এবং ওয়ালালাউ। বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম হওয়ার পাশাপাশি মরক্কোর সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও তৈরি করা হচ্ছে এই স্টেডিয়ামটিকে। মরক্কো সংস্কৃতি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হবে এই স্টেডিয়ামের মাধ্যমে। এতদিন পর্যন্ত মরক্কোর সাংস্কৃতিক অনুষ্ঠানের কেন্দ্র ছিল মৌজেম। সেই জায়গাটির আদোলও কিছুটা রাখা হবে এই স্টেডিয়ামের মধ্যে। এছাড়া স্টেডিয়ামের আশপাশের মনোরম প্রাকৃতিক দৃশ্য মুগ্ধ করবে দর্শকদের।
খেলা বা অন্যান্য অনুষ্ঠান চলাকালীন দর্শকাশনে বসে থাকা প্রত্যেকে যাতে সমানভাবে আনন্দ উপভোগ করতে পারেন এবং সুন্দরভাবে অনুষ্ঠান দেখতে পারেন তার জন্য যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হবে এই স্টেডিয়ামে। ১ লক্ষ ১৫ হাজার আসন সংখ্যা ছাড়াও রয়েছে ৩২ টি সিড়ির ধাপ। রুফটপে রয়েছে ক্যানোপি। খেলা দেখার সময় যাতে চোখের সামনে অন্য কিছু না এসে যায় বা খেলা দেখতে কোন প্রকার অসুবিধা না হয় সেদিকে সম্পূর্ণ খেয়াল রাখা হচ্ছে স্টেডিয়ামের ডিজাইন তৈরি করার ক্ষেত্রে। মরক্কোকে ফুটবল খেলার হাবও বলা যায়। এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ২০৩০ সালে আয়োজিত ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলা হতে পারে মরক্কোয় অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে (World Biggest Stadium)। এর আগে ২০২৬-এ আয়োজিত ফিফা ওয়ার্ল্ড কাপের আয়োজক দেশ হিসেবে দেখা যাবে কানাডা মেক্সিকো এবং উত্তর আমেরিকাকে।