মালদা: ট্রেনে চড়ে প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষের পাশাপাশি পশ্চিমবঙ্গেরও অগণিত মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় সফর করে থাকেন। এই সকল মানুষদের ট্রেনে সফর করার জন্য বাধ্যতামূলকভাবে থাকতে হয় বৈধ টিকিট (Train Ticket)। যাত্রীরা যাতে সহজেই তাদের প্রয়োজনীয় বৈধ টিকিট পেতে পারেন তার জন্য এবার মালদা টাউন স্টেশনে (Malda Town Station) চালু হল রেলের নতুন ব্যবস্থা।
ট্রেনের টিকিট বুকিং (Train Ticket Booking) করার ক্ষেত্রে এখন বহু যাত্রী রয়েছেন যারা অনলাইনে টিকিট বুকিং করে থাকেন। তবে অনলাইনে টিকিট বুকিং করা যাত্রীর সংখ্যা দিন দিন বাড়লেও তা কিন্তু কাউন্টার থেকে টিকিট বুকিং করার যাত্রীদের তুলনায় কম। যে কারণে সহজেই টিকিট দিতে সবচেয়ে বড় বদল যেখানে আনা দরকার তা হল অফলাইন টিকিট অর্থাৎ কাউন্টার থেকে বুকিং করা টিকিটের ক্ষেত্রে।
টিকিট কাউন্টার থেকে যাতে কম সময়ে যাত্রীদের হাতে ট্রেনের টিকিট তুলে দেওয়া যায় তার জন্য রেলের তরফ থেকে একই ব্যবস্থা করা হয়েছে। যে ব্যবস্থা ইতিমধ্যেই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনের পাশাপাশি হাওড়া, শিয়ালদা সহ বিভিন্ন স্টেশনে চালু হয়েছে। আর এবার সেই ব্যবস্থায় চালু হয়ে গেল মালদা টাউন স্টেশনে। মালদা টাউনে নতুন ব্যবস্থা চালু হওয়ার ফলে খুব সহজেই মিলবে ট্রেনের টিকিট।
আরও পড়ুন : Bangla Bandh: বিজেপির বনধের দিন রাস্তায় বেরিয়ে সমস্যা, মুক্তি পেতে ৬টি নম্বর দিল সরকার
হাওড়া, শিয়ালদা রেল স্টেশনের মতো এবার মালদা টাউন রেলস্টেশনেও কাউন্টার থেকে টিকিট বুকিং করার ক্ষেত্রে চালু করা হয়েছে কিউআর কোড ব্যবস্থা। যে ব্যবস্থার মাধ্যমে এবার টিকিট কাউন্টারে টিকিট বুকিং করার সময় সহজেই যাত্রীরা তাদের টিকিটের দাম পেমেন্ট করতে পারবেন। নতুন এই ব্যবস্থার ফলে আর যাত্রীদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। এছাড়াও খুচরো দেওয়া-নেওয়া ক্ষেত্রে আগে যে দীর্ঘসময় নষ্ট হতো তাও হবে না। ইতিমধ্যেই মালদা ডিভিশনের সাতটি টিকিট কাউন্টারে এমন ইউপিআই অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালু হয়েছে।
নতুন এই ব্যবস্থার পরিপ্রেক্ষিতে যখনই কোন যাত্রী কাউন্টারের টিকিট বুকিং করতে যাবেন তখন তার টিকিটের দাম কাউন্টারের সামনে থাকা কিইউআর কোড স্ক্যান করে মিটিয়ে দিতে পারবেন। এর আগে এই ধরনের ব্যবস্থা না থাকার ফলে টিকিটের দাম মেটানোর ক্ষেত্রে যে সময় নষ্ট হতো, তার থেকেও আবার বেশি সময় নষ্ট হতো খুচরোর আদান-প্রদানের জন্য। এবার নতুন এই ব্যবস্থায় সময় বাঁচবে। নতুন এই ব্যবস্থায় যেকোনো ধরনের টিকিট পেয়ে যাবেন যাত্রীরা।