মালদা: মাস কয়েক ধরেই দেশের বিভিন্ন জায়গায় একের পর এক ট্রেন দুর্ঘটনার (Train Accident) মত ঘটনা ঘটে চলেছে। আর এই সকল ট্রেন দুর্ঘটনার কারণে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলি বারংবার রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন। বারবার ট্রেন দুর্ঘটনা নিয়ে যখন সরগরম দেশ, সেই সময় আরও একটি দুর্ঘটনা ঘটেই যেতে পারতো মালদায় (Malda)।
মালদায় নতুন করে দুর্ঘটনার কবলে পড়তেই পারত কামাখ্যা-পুরি এক্সপ্রেস। তবে চালকের তৎপরতায় এমন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় দূরপাল্লার ওই ট্রেনটি। বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটে যাওয়া এমন ঘটনায় আরপিএফ দুজনকে আটক করেছে। কেননা এবারের এমন ঘটনার পিছনে রয়েছে সাধারণ মানুষদের সচেতনতার অভাব।
রেলের তরফ থেকে বারবার জানানো হয় রেল লাইনে যখন তখন যেন কেউ ঢুকে না পড়েন, যখন তখন কোন জিনিস অথবা যানবাহন নিয়ে কেউ যেন পারাপার না করেন। কিন্তু রেলের এই সতর্কবার্তা এবং অনুরোধকে অগ্রাহ্য করেই বহু মানুষকে যখন তখন রেল লাইনের উপর দিয়ে পারাপার করতে দেখা যায়। ঠিক সেই রকমই বুধবার যখন নিজের গতিতে আপ লাইনে কামাক্ষা-পুরি এক্সপ্রেস আসছিল, তখন ওই লাইনের উপর দিয়ে কয়েকজন একটি ঢালাই মেশিন পার করাচ্ছিলেন।
মালদহ জেলার খালতিপুর ও জামিরঘাটা স্টেশনের মাঝে এমন ঘটনাটি ঘটে। যখন ওই লোকগুলি ঢালাই মেশিন রেল লাইনের উপর দিয়ে পার করছিলেন তখনই কামাখ্যা-পুরি এক্সপ্রেস তীব্র গতিতে ধেয়ে আসছিল। এমন সময় ওই ট্রেনের চালক পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি এমার্জেন্সি ব্রেক করেন। এমার্জেন্সি ব্রেক করার ফলে ট্রেনটি ওই ঢালাই মেশিনের সঙ্গে হালকা ধাক্কা মেরে থেমে যায়। ট্রেনটি থেমে যাওয়ার ফলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
যে জায়গায় এমন ঘটনাটি ঘটে সেই জায়গায় আবার ডাউন লাইনে একটি মালগাড়ি ছিল। এমন পরিস্থিতিতে যদি কামাখ্যা-পুরি এক্সপ্রেসের চালক এমার্জেন্সি ব্রেক না করতেন তাহলে আবারো বড় একটি ট্রেন দুর্ঘটনার মত ঘটনা ঘটে যেতেই পারতো। আবারো বেশ কয়েকজন রেল যাত্রীর প্রাণ যেতে পারত, আহত হতে পারতেন অনেকেই। এমন ঘটনা যাতে না ঘটে তার জন্য সাধারণ মানুষদেরও সতর্ক থাকতে হবে আর রেলের তরফ থেকে জানানো হয়েছে, এইভাবে লাইন পারাপার করতে স্থানীয় মানুষদের নিষেধ করা হলেও তারা কথা কানেই দেন না।