Shortest Train Route: ভারতের সবচেয়ে ছোট রেলপথটির নাম জানেন, পার হতে সময় লাগে মাত্র ৯ মিনিট। ভারতীয় পরিবহন ব্যবস্থার মধ্যে বহুল প্রচলিত এবং ব্যবহৃত পরিবহন ব্যবস্থাটি হল ভারতীয় রেল পরিষেবা। ভারতীয় পরিবহন ব্যবস্থা মূলত এই রেল পরিষেবার উপর ভিত্তি করেই দাঁড়িয়ে রয়েছে। প্রতিদিন কয়েক লক্ষ মানুষ কাছাকাছি অথবা অনেক দূরের পথ অতিক্রম করার জন্য এই পরিষেবাকে ব্যবহার করে থাকেন। কোন পথ অতিক্রম করতে সময় লাগে কয়েক দিন। আবার কোন পথ পার করতে সময় লাগে মাত্র কয়েক মিনিট। আজকের প্রতিবেদনে এমন একটি রেলপথ সম্পর্কে আলোচনা করা হবে যে পথটি পেরোতে সময় লাগে মাত্র ৯ মিনিট। ভারতের সবচেয়ে ছোট রেলপথ (Shortest Train Route) কোনটি জানেন কি?
দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে আমরা একাধিক রেলপথ ব্যবহার করে থাকি। কোনটা খুব বড়, আবার কোনটা একেবারেই ছোট। কোনো পথ অতিক্রম করতে সময় লেগে যায় কয়েকদিন। আর কোন পথ অতিক্রম করা যায় মুহূর্তের মধ্যে। আপনি কি জানেন ভারতের সবথেকে ছোট রেলপথ (Shortest Train Route) কোনটি। কোথায় অবস্থিত এই রেল পথটি? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত তথ্য। এই রেলপথের সীমানা এতটাই কম যে আপনি চাইলে হেটেও পার করে দিতে পারেন। এই পথ আপনি যদি হেটে যাবার কথা ভাবেন তাহলে খুব বেশি হলে ৪০ মিনিট থেকে ৪৫ মিনিট সময় লাগতে পারে।
পৃথিবীর চতুর্থ বৃহত্তম রেল পরিষেবা হিসেবে চিহ্নিত করা হয় ভারতীয় রেল পরিষেবাকে। কারণ প্রতিদিন প্রায় কয়েক লক্ষ মানুষ এই পরিষেবা ব্যবহার করেন। এর অনেকগুলি কারণ আছে। তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য কারণটি হল রেল পরিষেবা অন্যান্য পরিবহন ব্যবস্থার তুলনায় অনেকটাই সস্তা। সেই কারণেই বেশিরভাগ মানুষ এই পরিষেবা ব্যবহার করে। তবে এর অন্যথাও রয়েছে। অনেকেই আছেন যারা প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে খুব ভালোবাসেন। আর ট্রেনে যাওয়ার সময় এমন কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় যা অবর্ণনীয়। সেই সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের আশাতেও অনেকেই ট্রেন যাত্রা করতে ভালোবাসেন। তা সে কাছাকাছি কোন পথ হোক অথবা দূরের কোন পথ।
আরো পড়ুন: রেল লাইনের উপরেই নিশ্চিন্তের ঘুম, ট্রেন থামিয়ে ঘুম ভাঙাতে হল চালককেই
ভারতের সবথেকে ছোট রেলপথটি (Shortest Train Route) বিস্তৃত হয়েছে মহারাষ্ট্রে নাগপুর থেকে আজনি অব্দি। এই রেল পথের দূরত্ব মাত্র ৩ কিলোমিটার। সাধারণ গতিতে একটি ট্রেনের এই পথ অতিক্রম করতে সময় লাগে 8 থেকে ৯ মিনিট। এই রুটে যে শুধু লোকাল ট্রেন চলে তা কিন্তু নয়, বেশ কিছু এক্সপ্রেস ট্রেনও চলে এই রুটে। এমনকি জেনারেল স্লিপার ক্লাস, এসি ইত্যাদি কোচও থাকে সেই সমস্ত এক্সপ্রেস ট্রেনগুলিতে। অন্যান্য ট্রেনের মতনই আগে থেকে টিকিট কেটে সিট রিজার্ভেশন করাতে হয় এই ট্রেনগুলিতেও। অন্যান্য রেলপথে যে সুযোগ সুবিধা পাওয়া যায়, যে পদ্ধতিতে রেল পরিষেবা কাজ করে ঠিক একই পদ্ধতিতে একই সুযোগ-সুবিধা সহযোগে রেল পরিষেবা দেওয়া হয় এই ছোট্ট রেল পথটিতেও।
আগেই বলেছি বেশিরভাগ মানুষ রেল পরিষেবা ব্যবহার করে আর্থিক সাশ্রয়ের কারণে। তাই এই ছোট্ট রেল পথে (Shortest Train Route) সবরকম সুযোগ-সুবিধা থাকলেও স্লিপার ক্লাস বা এসির টিকিট খুব একটা বিক্রি হয় না। বেশিরভাগ লোকই জেনারেল টিকিট কাটতেই পছন্দ করেন। কারণ এই রুটে জেনারেল টিকিটের দাম যেখানে মাত্র ৬০ টাকা, সেখানে স্লিপার ক্লাসের দাম ১৪৫ থেকে ১৭৫ টাকার মধ্যে। আবার এসি থ্রি টায়ারের টিকিটের দাম ৫৫৫ টাকা। টু টায়ারের দাম ৭৬০ টাকা। আর ফার্স্ট ক্লাস টিকিটের দাম তো একেবারে আকাশ ছোঁয়া, ১২৫৫ টাকা।