Vande Bharat Sleeper: আর অপেক্ষা নয়, এবার শুয়ে শুয়ে স্বপ্ন দেখতে দেখতে হবে বন্দে ভারতে সফর

Shyamali Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ভারতীয় রেলের (Indian Railways) যেমন যুগান্তকারী পথ চলার শুরু করেছে, ঠিক সেই রকমই এই ট্রেনটি দিন দিন দেশের মানুষদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। তবে এখনো পর্যন্ত দেশে যে সকল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলে সেগুলির কিন্তু কোনটিই স্লিপার ভার্সন নয়। যে কারণে অধিকাংশ যাত্রীদের অপেক্ষা এই ট্রেনের স্লিপার ভার্সন (Vande Bharat Sleeper) নিয়ে।

Advertisements

দেশের বিপুল সংখ্যক মানুষ যখন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের স্লিপার ভার্সনের অপেক্ষায় রয়েছেন সেই সময় এর পথচলা কবে থেকে শুরু হবে তার আনুমানিক একটি দিনক্ষণ জানা গেল। এমন আনুমানিক দিনক্ষণ জানিয়েছেন বিজেপির এক সাংসদ। ওই বিজেপি সাংসদদের এমন ঘোষণার পর দেশের মানুষদের অনেকেই এখন থেকেই শুয়ে শুয়ে বন্দে ভারতে সফরের স্বপ্ন দেখতে শুরু করেছেন।

Advertisements

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের স্লিপার ভার্সন কবে চালু হবে তা নিয়ে যখন দেশজুড়ে জল্পনা চলছে সেই সময় কর্ণাটকের বিজেপি সাংসদ পিসি মোহন এই ট্রেনের সূচনার একটি আনুমানিক দিনক্ষণ জানিয়েছেন। তিনি জানিয়েছেন, সেপ্টেম্বর মাসের ২০ তারিখ বেঙ্গালুরুর যে ভারত আর্থ মুভার্স লিমিটেড প্ল্যান্ট রয়েছে সেখান থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের স্লিপার ভার্সন ছাড়া হবে। এটিই হবে দেশের প্রথম প্ল্যান্ট থেকে বের হওয়া বন্দে ভারত এক্সপ্রেস স্লিপার।

Advertisements

আরও পড়ুন : Mukesh Ambani vs Gautam Adani: মুকেশ আম্বানিকে টপকে দেশের শীর্ষ ধনী ব্যক্তি হলেন গৌতম আদানি, রয়েছে কত টাকার সম্পত্তি

প্ল্যান্ট থেকে ওই ট্রেনটি বের হওয়ার পর অবশ্য সঙ্গে সঙ্গেই তা ট্র্যাকে নামানো হবে না। প্ল্যান্ট থেকে বের হওয়ার পর ওই ট্রেনের পরীক্ষা-নিরীক্ষা হবে। ট্রায়াল রান হবে। আর এই সকল সমস্ত বিভাগে উত্তীর্ণ হওয়ার পর ট্রেনটির বাণিজ্যিক যাত্রা শুরু হবে। কর্ণাটকের বিজেপি সাংসদ পিসি মোহন যা দাবি করেছেন তাতে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের স্লিপার ভার্সন বাণিজ্যিকভাবে দেশে চালু হতে পারে চলতি বছর ডিসেম্বর মাসে।

রেল সূত্রে যা জানা যাচ্ছে তাতে বেঙ্গালুরুর ওই ভারত আর্থ মুভার্স লিমিটেড প্ল্যান্ট থেকে ট্রেনটি বের হওয়ার পর তা চলে যাবে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে। সেখান থেকেই ট্রায়াল রান চালানো হবে এবং ট্রায়াল রান চালানোর পর সফলতা মিললেই আমজনতার জন্য এই ট্রেনের সকল শুরু করে দেওয়া হবে। বন্দে ভারত স্লিপার ট্রেনে ১৬টি কোচ থাকবে বলে জানা যাচ্ছে।

Advertisements