Weather Update: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গের ১৫ জেলায় বাড়বে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া অফিসের

Shyamali Das

Published on:

Advertisements

কলকাতা : দক্ষিণবঙ্গ জুড়ে দিন কয়েক ভারী থেকে অতি ভারী বৃষ্টির পর আগস্টের শেষে বৃষ্টির পরিমাণ কমেছে। বৃষ্টির পরিমাণ কমতেই বেড়েছে তাপমাত্রার পারদ। তবে এরই মধ্যে এবার নতুন করে একটি নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে আর তার প্রভাবে দক্ষিণবঙ্গের ১৫ জেলায় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। অন্ততপক্ষে আবহাওয়া অফিসের পূর্বাভাস (Weather Update) থেকে এমনটাই জানা গেল।

Advertisements

আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপের অভিমুখ দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশের মাঝামাঝি এলাকায় গোপালপুরের দিকে। এছাড়াও আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। তবে বঙ্গোপসাগরের ওই নিম্নচাপ অথবা আরব সাগরের ঘূর্ণিঝড় কোনটিরই সরাসরি প্রভাব পড়বেনা পশ্চিমবঙ্গের উপর। তবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের ফলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে।

Advertisements

নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরের সমুদ্র উত্তাল থাকবে আর সমুদ্র উত্তাল থাকার কারণে আবহাওয়া অফিসের তরফ থেকে মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হয়েছে। তারা যেন গভীর সমুদ্রে না যান সেই দিকে নজর দিতে বলা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের আকাশ রবিবার মূলত আংশিক মেঘলা থাকবে। কোথাও কোথাও আকাশ পরিষ্কার থাকলেও আবার বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisements

আরও পড়ুন : LPG Price Hiked: সস্তার দিন শেষ, সেপ্টেম্বরের শুরুতেই দাম বাড়লো রান্নার গ্যাসের, রইল নতুন দামের তালিকা

রবিবার দক্ষিণবঙ্গের যে সকল জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে সেই তালিকায় রয়েছে ১৫টি জেলা। যে জেলাগুলি হল কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া। তুলনামূলক বৃষ্টির পরিমাণ বেশি থাকবে উপকূলবর্তী চার জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায়।

আবহাওয়া অফিসের যা পূর্বাভাস তাতে দক্ষিণবঙ্গে আপাতত বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জেলা হোক অথবা অন্য কোন জেলা, কোথাও আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী বৃহস্পতিবার থেকে নতুন করে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে। চলতি বছর জুলাই মাস পর্যন্ত দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টির ঘাটতি থাকলেও আগস্ট মাসের অধিকাংশ দিন দক্ষিণবঙ্গ বৃষ্টির মুখোমুখি হওয়ায় সেই বৃষ্টির ঘাটতি অনেকটাই মিটে গিয়েছে। আর এর ফলে চাষীরা এই বছর ভালো ফলনের আশায় তাকিয়ে রয়েছেন।

Advertisements