Global Navigation Satellite System: টোল দেওয়ার জন্য আর দীর্ঘক্ষন অপেক্ষা করতে হবে না লাইনে, অত্যাধুনিক প্রযুক্তির দ্বারা নিমেষের মধ্যে দেওয়া হয়ে যাবে টোল ট্যাক্স। ম্যানুয়ালি নগদ টাকা নিতে গেলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় যা প্রত্যেক গাড়ি চালকের পক্ষেই সমস্যার বিষয়। এই সমস্যা সমাধান করার জন্যই চালু করা হয়েছিল ফাস্ট্যাগ পরিষেবা। তবে এই পরিষেবা এখনো হতে চলেছে অতীত।
আপনি রাস্তায় বেরোলে লক্ষ্য করলে দেখবেন বেশিরভাগ গাড়িতেই লাগানো আছে ফাস্ট্যাগ, এরফলে টোল ট্যাক্স দিতে অনেক সুবিধা হয়। কিন্তু যদি আরো অত্যাধুনিক প্রযুক্তিতে এই ত্যাগ সংগ্রহ করা যায় তাহলে তো সোনায় সোহাগা সাধারণ মানুষের। সূত্র মারফত এমনই খবর সামনে এসেছে। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ সত্যি প্রশংসনীয়।
ফাস্ট্যাগের বদলে যদি টোল ট্যাক্স (Toll Tax In India) সংগ্রহের জন্য স্যাটেলাইটের পরিষেবা গ্রহণ করা হয় তাহলে আখেরে সুবিধা হবে সাধারণ জনগণের। টোল পরিশোধের এই নয়া পদ্ধতি এনে রীতিমতো আলোড়ন সৃষ্টি করতে চলেছে কেন্দ্র। এই পদ্ধতিকে বলা হচ্ছে জিএনএসএস সিস্টেম বা গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম (Global Navigation Satellite System)। এখন সবার মনেই প্রশ্ন জাগছে যে কিভাবে এই পদ্ধতিতে টোল সংগ্রহ করা হবে?
আরো পড়ুন: ছিলেন প্রতিপক্ষ হয়ে গেলেন টিম মেম্বার, সেধে প্রতিপক্ষকে দলে নিলেন মুকেশ আম্বানি
রাজ্যসভায় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতীন গড়কড়ি বক্তব্য প্রকাশ করেছেন যে, কেন্দ্রীয় সরকার যে নয়া টোল সংগ্রহের পদ্ধতি চালু করতে চলেছে তার জন্য জিপিএস এবং ক্যামেরা ব্যবহার করা হবে। এর ফলে টোল বুথ ও ব্যারিয়ারগুলির এখন থেকে আর কোন দরকার পড়বে না। জিপিএস ও ক্যামেরার মাধ্যমে বিভিন্ন গাড়িকে সহজেই সনাক্ত করা যাবে। অত্যাধুনিক স্যাটেলাইট পদ্ধতির দ্বারা সরাসরি গাড়ি চালকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টোল ট্যাক্স কেটে নেওয়া হবে তাই এর জন্য ফাস্ট্যাগ পদ্ধতিও পুরনো হতে চলেছে। খুব সহজেই ধরা পড়বে কত কিলোমিটার চলেছে গাড়িটি এবং তার উপর নির্ভর করবে টোল ট্যাক্সের পরিমাণ। এই সিস্টেম যদি একবার দেশে চালু হয়ে যায় তাহলে যানবাহনে আর ফাস্ট্যাগ লাগানোর প্রয়োজন পড়বে না। টোল কাটার জন্য দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝামেলা আর পোহাতে হবে না সাধারণ মানুষকে।
এই অভিনব উদ্যোগ সাধারণ মানুষের কষ্টকে অনেকাংশে লাঘব করবে। আগামী সময়ে জিএনএসএস সিস্টেমের (Global Navigation Satellite System) মাধ্যমে অনলাইনে টোল সংগ্রহ করা হবে। এই পদ্ধতি বাস্তবায়ন করা হবে খুব শীঘ্রই। কেন্দ্রীয় মন্ত্রী এমনটাও জানিয়েছেন সব ব্যবস্থা যদি ঠিকঠাক হয় তাহলে আগামী মার্চ মাস থেকে এটি চালু হতে পারে। এই মুহূর্তে জিপিএস ভিত্তিক টোল কালেকশন সিস্টেমের পাইলট রান চালানো হচ্ছে।