Stop Unlimited Recharge Pack: টেলিকম জগতে ঘটতে চলেছে বিশেষ কিছু পরিবর্তন। Telecom Regulatory Authority of India বেশ কয়েকদিন আগে টেলিকম অপারেটর এবং অন্যান্য স্টেকহোল্ডারদের কাছ থেকে কলিং ও SMS যুক্ত রিচার্জ প্ল্যান সম্পর্কে পরামর্শ চেয়েছিল। বিভিন্ন টেলিকম সংস্থা ইতিমধ্যে TRAI-কে তাদের প্রতিক্রিয়া জানিয়ে দিয়েছে। বিভিন্ন বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের মোবাইল রিচার্জ এর মূল্য বৃদ্ধি করেছে প্রায় ৬০০ টাকা পর্যন্ত। হঠাৎ করে এতটা মূল্যবৃদ্ধি হওয়ার জন্য ব্যবহারকারীরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র তাদের ক্ষোভ প্রকাশ করেছে। TRAI কলিং এবং SMS প্ল্যানের বিষয়ে স্টেকহোল্ডার এবং টেলিকম অপারেটরদের সঙ্গে পরামর্শ করে একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে।
TRAI-র এই সিদ্ধান্তের ফলে কি ব্যবস্থা নিতে চলেছে Airtel, Jio এবং Vi এর মতো বেসরকারি টেলিকম সংস্থাগুলো? টেলিকম অপারেটররা ইতিমধ্যে TRAI-কে এই বিষয়ে জানিয়ে দিয়েছে যে, ব্যবহারকারীদের যাতে আলাদা করে কোন রিচার্জ করতে না হয় সেভাবেই রিচার্জ প্ল্যানগুলোকে ডিজাইন করা হয়েছে (Stop Unlimited Recharge Pack)। ব্যবহারকারীরা এই ধরনের রিচার্জ প্ল্যানগুলোতে পাবে নানা সুবিধা। আলাদা করে কোনরকম রিচার্জ করার প্রয়োজন পড়বে না ব্যবহারকারীদের।
বিভিন্ন টেলিকম সংস্থা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে, ব্যবহারকারীদের জন্য তাদের আর এখন থেকে ভয়েস বা SMS সংক্রান্ত প্ল্যান নিয়ে চিন্তাভাবনা করলে চলবে না। ব্যবহারকারীদের বর্তমানে প্রধান আকর্ষণ হল ডেটা। তার সাথে যদি পাওয়া যায় আনলিমিটেড কলিং তাহলে তো কোন কথাই নেই। বর্তমানে আনলিমিটেড মডেলটি (Stop Unlimited Recharge Pack) পুরনো pay-as-you-go মডেলের তুলনায় অনেকটাই জনপ্রিয়তা অর্জন করেছে। এই মডেলটিকেই সব টেলিকম সংস্থা অনুকরণ করার চেষ্টা করছে।
আরো পড়ুন: FASTag পদ্ধতি ছেড়ে এবার নয়া পদ্ধতিতে টোল সংগ্রহ করতে চলেছে কেন্দ্র
Airtel ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে TRAI-কে জানিয়ে দিয়েছে যে, সম্প্রতি যে প্ল্যানগুলো রয়েছে তা অত্যন্ত সহজ। ব্যবহারকারীদের প্ল্যানগুলো সম্পর্কে বুঝতে কোন সমস্যাই হবে না। এ ক্ষেত্রে কোম্পানি কোনরকম হিডেন চার্জ নিচ্ছে না। ব্যবহারকারীরা তাঁদের পছন্দ অনুযায়ী ভয়েস, ডেটা এবং SMS প্ল্যান নির্বাচন করে ব্যবহার করতে পারেন। ব্যবহারকারীরা প্ল্যানগুলো সম্পর্কে বিস্তারিতভাবে সবকিছুই জানেন অর্থাৎ কোন কোন প্ল্যানে কি কি সুবিধা আছে।
TRAI টেলিকম কনজিউমার প্রোটেকশন রেগুলেশন (TCPR) ২০১২-র ভিত্তিতে একটি কনসাল্টেশন পেপার জারি করেছে ইতিমধ্যেই। এই সরকারি সংস্থাটি বিভিন্ন টেলিকম সংস্থার কাছ থেকে কনসাল্টেশন পেপারের মাধ্যমে তাদের মতামত জানতে চেয়েছিল। এছাড়াও, TRAI টেলিকম সংস্থাগুলিকে জিজ্ঞাসা করেছে ডিজিটাল মিডিয়ামে কালার কোডিং আদৌ সঠিক হবে কিনা? টেলিকম কোম্পানিগুলি এই বিষয়ে সিদ্ধান্ত দিয়েছি যে বর্তমানে সিস্টেম অব্যাহত রাখাই সবথেকে ভালো পদক্ষেপ হবে।