Vande Bharat Sleeper Details: ছুটবে ১৬০ কিমি বেগে, বন্দে ভারত স্লিপারের ভাড়া কত? ছুটবে কোন কোন রুটে?

Shyamali Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ দেশের প্রিমিয়াম ট্রেন হিসেবে এখন বারবার আলোচনায় উঠে আসছে বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper)। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন দেখলেও এখনো ভারতীয়রা বন্দে ভারত স্লিপার ট্রেন দেখার সুযোগ পাননি। কেননা এই ট্রেন এখনো চালু হয়নি। তবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, মাস তিনেকের মধ্যে ভারতীয়রা বন্দে ভারত স্লিপার ট্রেন পেয়ে যাবেন। এই ট্রেনটি (Vande Bharat Sleeper Details) নিয়ে রবিবার বিভিন্ন তথ্য পাওয়া গিয়েছে যেগুলি সাধারণ মানুষদের অনেক কৌতূহলের অবসান ঘটাবে।

Advertisements

রবিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বেঙ্গালুরু ভারত আর্থ মুভার্স লিমিটেডের কোচ তৈরির কারখানায় যান বন্দে ভারত এক্সপ্রেস স্লিপার ট্রেন তৈরির কাজ কেমন চলছে তা দেখতে এবং তারই সঙ্গে সঙ্গে একটি প্রোটোটাইপ কোচের উন্মোচন করেন। যেখানে দেখা যায় কোচগুলি কেমন ভাবে তৈরি করা হয়েছে। এর পাশাপাশি ওই ট্রেন সম্পর্কে বিভিন্ন তথ্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সবার সামনে এনেছেন।

Advertisements

বন্দে ভারত স্লিপার ট্রেনের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টায় ১৬০ কিলোমিটার। ট্রেনটিতে থাকবে মোট ১৬টি কোচ। এই ট্রেন রাত্রিকালীন সফরের জন্য চালু করা হবে। মোটামুটি ভাবে রাত ৯টা-১০টার মধ্যে ট্রেনটি গন্তব্যে রওনা দেওয়ার জন্য ছাড়া হবে এবং সকালবেলায় গন্তব্যে পৌঁছে যাবে। ট্রেনটি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে এই ট্রেনের কামরাগুলিতে অক্সিজেনের মাত্রা বেশি থাকে এবং ভাইরাস মুক্ত রাখা যায়।

Advertisements

আরও পড়ুন : Inside of Vande Bharat Sleeper: স্লিপার ক্লাসের ধারণা বদলে দিল বন্দে ভারত, ভিতরের ভিডিও দেখলেই টের পেয়ে যাবেন

বন্দে ভারত স্লিপার ট্রেন ওভারনাইট জার্নির জন্য চালু করার পাশাপাশি ট্রেনটি ৮০০ থেকে ১২০০ কিলোমিটার দূরত্বের পথ পাড়ি দেবে। প্রাথমিকভাবে রেলের তরফ থেকে এমন দূরত্বের পথ পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। আর এর ফলে এই ট্রেনটি যেমন হাওড়া-নিউ জলপাইগুড়ি স্টেশনের মধ্যে চালানো হবে না, ঠিক সেই রকমই আবার হাওড়া-দিল্লি, হাওড়া-মুম্বাই, হাওড়া-বেঙ্গালুরু রুটেও আপাতত চালানো হবে না। কেননা হাওড়া নিউ জলপাইগুড়ি রুট ৮০০ কিলোমিটারের কম এবং বাকি অন্যান্য যে রুটগুলির কথা বলা হচ্ছে সেগুলি আবার ১২০০ কিলোমিটারের বেশি। যদিও রেল এখনো পর্যন্ত ঠিক করেনি কোন বন্দে ভারত স্লিপার ট্রেন চালানো হবে।

বন্দে ভারত স্লিপার ট্রেনের ভাড়া কত হবে? তা নিয়ে সাধারণ মানুষদের মধ্যে সবচেয়ে বড় কৌতূহল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই কৌতুহল দূর করতে জানিয়েছেন, ভাড়া কখনোই মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে রাখা হবে না। রাজধানী এক্সপ্রেসের মানদণ্ডকে সামনে রেখেই এই ট্রেনের ভাড়া নির্ধারণ করা হবে। অর্থাৎ রাজধানী এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে যেমন ভাড়া লাগে ঠিক সেই রকমই ভাড়া লাগবে বন্দে ভারত স্লিপারে। তবে ভাড়া রাজধানী এক্সপ্রেসের মত রাখা হলেও বন্দে ভারত স্লিপার ট্রেন কিন্তু তৈরি করা হচ্ছে বিশ্বমানের।

Advertisements