বাংলাএক্সপি ডেস্কঃ এখনকার দিনে অধিকাংশ মানুষ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে রোজগারের পথ খুঁজে পেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করার ক্ষেত্রে অনেকেই রয়েছেন যারা ভয়েস ওভার আর্টিস্টদের দিয়ে ভয়েস অফার করান। এর জন্য তাদের প্রতি মাসে টাকা দিতে হয়। অন্যদিকে ওই ধরনের কাজের সঙ্গে যুক্তরাও রোজগারের নতুন পথ খুঁজে পেয়েছেন।
কিন্তু এবার প্রযুক্তিগত দিক দিয়ে সমস্ত পরিষেবা যেভাবে দিন দিন উন্নত হচ্ছে তাতে ভয়েস ওভার আর্টিস্টদের আর প্রয়োজন পড়বে না। আর তাদের মাসে মাসে টাকা দেওয়ারও দরকার হবে না। এখন এমন সব ওয়েবসাইট (VO Making Website) চলে এসেছে যেগুলি থেকে সম্পূর্ণ বিনামূল্যে আপনি আপনার প্রফেশনাল ভয়েস ওভার করাতে পারবেন। বাংলা, হিন্দি, ইংরেজি সহ বিভিন্ন ভাষার পাশাপাশি ছেলে-মেয়ে যে কারো গলায় ভয়েস করাতে পারবেন।
বর্তমানে এই ধরনের অনেক ওয়েবসাইট এলেও একটি ওয়েবসাইট রয়েছে যেগুলিতে খুব সহজেই নিজের লেখা ভয়েস করাতে পারবেন। এর জন্য কোন খরচ করতে হবে না। এমন বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে বিনামূল্যে প্রফেশনাল ভয়েস পাওয়ার জন্য গুগলে গিয়ে সার্চ করতে হবে text to speech। দেখা যাবে আপনার সামনে একগুচ্ছ ওয়েবসাইটের লিস্ট চলে আসবে। এবার সেগুলি থেকে যেকোনো একটি বেছে নিতে হবে এবং সেখানে নির্দিষ্ট জায়গায় আপনি যা ভয়েস করাতে চাইছেন সেই লেখা দিতে হবে।
আরও পড়ুন : RBI Quiz Contest: RBI-এর কুইজ প্রতিযোগিতা, জিতলেই ১০ লাখের পুরস্কার
আপনার লেখা দেওয়ার পর আপনার লেখা কোন ভাষায় এবং আপনি কোন ভাষায় ভয়েস চাইছেন তা বেছে নিতে হবে। ঠিক পরবর্তীতে বেছে নিতে হবে আপনি ছেলে না মেয়ের গলায় ভয়েস চাইছেন। এইভাবে সমস্ত কিছু বেছে নেওয়ার পর আপনার টেক্সট ভয়েসে পরিণত হবে এবং সেটি আপনি ডাউনলোড করে ভিডিও এডিটের কাজে লাগাতে পারবেন। স্বাভাবিকভাবেই এই ধরনের বিভিন্ন ওয়েবসাইট চলে আসার ফলে আর ভয়েস ওভার আর্টিস্টের প্রয়োজন হবে না।
তবে এই সকল ওয়েবসাইটের অধিকাংশই ফ্রি হওয়ার কারণে এখানে ওয়ার্ড লিমিট থাকে। কোন কোন ওয়েবসাইটে ১০০০ ক্যারেক্টার, আবার কোন কোন ওয়েবসাইটে ২০০০ ক্যারেক্টার দেওয়া হয়। কিন্তু আপনার টেক্সট যদি তার থেকেও বড় হয়ে থাকে তাহলে আপনি কেটে কেটে ফ্রিতে ভয়েস করিয়ে নিতে পারবেন। এমন নানান ধরনের ওয়েবসাইট আসার ফলে রীতিমতো চিন্তা বাড়তে শুরু করেছে এই ধরনের পেশার সঙ্গে যুক্ত মানুষদের।