Triumphs Deytona 660: ভারতের বাজারে চলে এলো নতুন বাইক, লঞ্চ করলো ট্রায়াম্ফ। মানুষের পছন্দ পাল্টাচ্ছে, সাধারণ বাইকের তুলনায় প্রিমিয়াম বাইকের দিকে ঝোঁক বাড়ছে। বাইক প্রেমিকের মধ্যে প্রিমিয়াম বাইক বা বিলাসবহুল, একাধিক ফিচারসযুক্ত, অত্যাধুনিক বাইকের প্রতি আকর্ষণ একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। স্বাভাবিকভাবে বাড়ছে বিক্রির পরিমাণও। বিভিন্ন সংস্থা তাদের গাড়িগুলিকে কিভাবে আরো উন্নত করা যায় সেই বিষয়ে নজর দিচ্ছে। সম্প্রতি গাড়ির বাজারে নতুন নাম হিসেবে যুক্ত হল ট্রায়াম্ফের নতুন প্রিমিয়াম বাইকটি (Triumphs Deytona 660)।
বাইক প্রেমীদের জন্য অত্যন্ত সুখবর। একেবারে কম দামে প্রিমিয়াম বাইক লঞ্চ করেছে ট্রায়াম্ফ (Triumphs Deytona 660)। তথ্যসূত্র জানা গেছে, এই নতুন গাড়িটির নাম রাখা হয়েছে ডেটোনা ৬৬০। ৬৬০ সিসির এই মোটরসাইকেলটি এখনো পর্যন্ত ট্রায়াম্ফের সবচেয়ে শক্তিশালী বাইক হিসেবে পরিচিতি পেয়েছে। লঞ্চের পর গাড়িটির ফার্স্ট লুক দেখা মাত্রই সাধারণের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে এই গাড়ি। আপাতত গাড়িটির শোরুম প্রাইস রাখা রয়েছে ৯.৭২ লক্ষ টাকা। অর্থাৎ প্রায় ১০ লক্ষ টাকার কাছাকাছি। ফিচারসের দিক থেকেও গাড়িটি সেরা। রয়েছে একাধিক, আকর্ষণীয়, অত্যাধুনিক ফিচার।
ট্রায়াম্ফের নতুন বাইকটির (Triumphs Deytona 660) কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় ইঞ্জিনের কথা। এই গাড়িটিতে রয়েছে একটি ৬৬০ সিসির ইনলাইন থ্রি সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনের সাহায্যে ১১২৫০ আরপিএমের উপর ভিত্তি করে ৯৪ বিএইচপি শক্তি উৎপাদন করা সম্ভব। অন্যদিকে ৮২৫০ আরপিএম এর উপর নির্ভর করে ৬৯ এন এম টর্ক শক্তি উৎপাদন করা যায়। গাড়ির বাজারে অত্যন্ত জনপ্রিয় টাইগার স্পোর্ট ৬৬০, ট্রাইডেন্ট ৬৬০ এর মত একই পাওয়ার ট্রেইন ব্যবহার করা হয়েছে নতুন গাড়িটিতেও। বাইকটির ইঞ্জিন যুক্ত রয়েছে একটি ছয় স্পিড গিয়ার বক্সের সাথে।
আরো পড়ুন: সস্তার দিন শেষ, এবার দামি হতে চলেছে হিরোর মোটরবাইক, স্কুটি! এত টাকা দাম বাড়ছে জুলাইয়েই
এছাড়াও বেশ কিছু ফিচার পাওয়া যাবে ট্রায়াম্ফের এই নতুন গাড়িটিতে (Triumphs Deytona 660)। রয়েছে একটি টর্ক আসিস্ট ক্ল্যাচ। এ ছাড়া থাকছে শিফট অ্যাসিস্টের সুবিধা। এই গাড়িটিতে লাগানো হয়েছে একটি রঙিন টিএফটি স্ক্রিন ইন্সট্রুমেন্ট কনসোল। এই স্ক্রিনটিকে যুক্ত করা হয়েছে হোয়াইট আন ব্ল্যাক এলসিডি ডিসপ্লের সাথে। এছাড়া পেয়ে যাবেন মাই ট্রায়াম্ফ কানেক্টিভিটি সিস্টেম। এটি এমন একটি ফিচার্স যার মাধ্যমে রোড ম্যাপ অথবা নেভিগেশনের ফিচার্স পাওয়া যায়। এছাড়া থাকবে মিউজিক এবং ফোন অ্যাক্সেসের সুযোগও। সব থেকে আকর্ষণীয় বিষয়টি হল এই প্রত্যেকটি ফিচার কন্ট্রোল করা যাবে গাড়ির সুইচ গিয়ারের মাধ্যমে। সম্পূর্ণ গাড়িটি রাইট বাই ওয়্যার থ্রটল দিয়ে সাজানো হয়েছে।
ট্রায়াম্ফের নতুন গাড়িটিতে (Triumphs Deytona 660) অন্যতম আকর্ষণীয় ফিচার হিসেবে থাকছে তিনটি বোর্ডের অপশন। রেল, রোড এবং স্পোর্টস মোড পাওয়া যাবে এই গাড়িতে। প্রত্যেকটি মোডের ডিস্টিঙ্কট থ্রটল রেসপন্সের পাশাপাশি ফ্র্যাকশন কন্ট্রোল ইন্টারভেনশন লেভেলও প্রোভাইড করবে। এবং এই ট্র্যাকশন লেভেল কন্ট্রোল করা যাবে ইন্সট্রুমেন্ট মেনুর মাধ্যমেই। এর আগে গাড়ির বাজারে ডেটনা ৬৭৫ নিয়ে এসেছিল ট্র্যায়াম্ফ। কিন্তু সেই গাড়িটি খুব বেশিদিন ভারতীয় বাজারে ব্যবসা করতে পারেনি অনিবার্য কারণবশত গাড়ির বিক্রি বন্ধ করতে হয় সংস্থাকে। এখন নতুন এই মডেলটি কতটা ভালো ব্যবসা করতে পারে সেটাই দেখার।