BSNL Recharge Discount: সস্তার উপর আবার ছাড়, BSNL এখন রিচার্জের উপর দিচ্ছে ২% ছাড়

Madhab Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ দেশে বর্তমানে যে সকল টেলিকম সংস্থা গ্রাহকদের পরিষেবা দিচ্ছে তার মধ্যে সবচেয়ে সস্তার টেলিকম নেটওয়ার্ক হলো বিএসএনএল (BSNL)। গ্রাহকদের প্রতিনিয়ত সস্তায় পরিষেবা দেওয়ার নিরিখে এই টেলিকম সংস্থার জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে। এরই মধ্যে আবার এই টেলিকম সংস্থাটি রিচার্জের উপর ২% ছাড় দেওয়ার ঘোষণা করলো। যে ছাড় মিলবে রিচার্জ করার সঙ্গে সঙ্গে অর্থাৎ স্পট ডিসকাউন্ট (BSNL Recharge Discount)।

Advertisements

ভারতের টেলিকম বাজারে পরিসেবা দেওয়ার প্রারম্ভিক পর্বে বিএসএনএল এতটাই জনপ্রিয়তা অর্জন করেছিল যে গ্রাহকের হাতে হাতে তাদের কানেকশন ছিল। কিন্তু পরবর্তীতে প্রযুক্তি এবং পরিষেবা গত দিক দিয়ে অন্যান্য বেসরকারি টেলিকম সংস্থা থেকে পিছিয়ে পড়ায় গ্রাহক সংখ্যা কমতে শুরু করে। সম্প্রতি আবার রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল ঘুরে দাঁড়াচ্ছে।

Advertisements

বিএসএনএল সম্প্রতি জনপ্রিয়তা অর্জন করতে শুরু করেছে মূলত অন্যান্য টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করার পরিপ্রেক্ষিতে। এছাড়াও রয়েছে আরও একটি কারণ আর সেই কারণ হলো 4G পরিষেবা লঞ্চ করা। আবার এসবের মধ্যেই জনপ্রিয়তা আরও বৃদ্ধি করতে রিচার্জ করার সময় ২% স্পট ডিসকাউন্ট দেওয়া শুরু করল বিএসএনএল। তবে এমন ডিসকাউন্ট পেতে হলে নির্দিষ্ট পদ্ধতি মেনে রিচার্জ করতে হবে গ্রাহকদের।

Advertisements

আরও পড়ুন : Ladies Seats Reservation: বেসরকারি বাসেও এবার মিলবে মেট্রোর মতো সুবিধা, নতুন পরিকল্পনা রাজ্য সরকারের

স্পট ২% ডিসকাউন্ট পেতে হলে গ্রাহকদের অন্য কোন থার্ড পার্টি অ্যাপ অথবা ওয়েবসাইট থেকে রিচার্জ করলে হবে না। এমন ডিসকাউন্ট পাওয়ার জন্য গ্রাহকদের গুগল প্লে স্টোর অথবা অন্যান্য যে সকল অ্যাপ স্টোর রয়েছে তা থেকে BSNL Selfcare অ্যাপ ডাউনলোড করতে হবে এবং তাতে নিজের মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার্ড করতে হবে। ওই অ্যাপ থেকেই রিচার্জ করতে হবে স্পট ২% ডিসকাউন্ট পাওয়ার জন্য।

বিএসএনএলের এই অ্যাপের মাধ্যমে রিচার্জ করার সময় গ্রাহকদের তৎক্ষণাৎ ২% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এমন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে ২৪৯ টাকার উপরে যে কোন রিচার্জের ক্ষেত্রে। এক্ষেত্রে যদি কোন গ্রাহক নিজের নম্বরে ১৯৯৯ টাকার রিচার্জ করতে চান তাহলে তাকে আর ১৯৯৯ টাকা পেমেন্ট করতে হবে না। ওই গ্রাহককে ডিসকাউন্টের টাকা বাদ দিয়ে পেমেন্ট করতে হবে ১৯৫৯.০২ টাকা। সুতরাং এই অফার ব্যবহার করে গ্রাহকরা ৪০ টাকা বাঁচাতে পারবেন ১৯৯৯ টাকার রিচার্জে।

Advertisements