বাংলাএক্সপি ডেস্কঃ মোবাইল এবং মোবাইল নম্বর এখন দেশের অধিকাংশ মানুষের কাছে খুব জরুরী বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেননা মোবাইল নম্বরের মাধ্যমে কেবলমাত্র আত্মীয়-স্বজন অথবা বন্ধু-বান্ধবদের সঙ্গে যোগাযোগ রাখা নয়, এর পাশাপাশি মোবাইল নম্বর এখন চাবির মতো ব্যবহার হচ্ছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে আধার ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে মোবাইল নম্বরে আসা ওটিপি না দিলে কাজ হয় না। তবে এরই মধ্যে সরকার ২.৭৫ লাখের বেশি মোবাইল নম্বর বাতিল (Mobile Number Disconnect) করে দিল।
এমন বিপুল সংখ্যক মোবাইল নম্বর বাতিল করে দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় টেলিকম যোগাযোগ মন্ত্রক মঙ্গলবার বিবৃতি দিয়েছে। তবে মনে রাখতে হবে কেন্দ্র এমন পদক্ষেপ নিয়েছে মূলত সাধারণ মানুষদের স্বস্তি দিতেই। যে কারণে যারা ভাবছেন এই তালিকায় তাদের নম্বর রয়েছে কিনা তাদের চিন্তার কারণ নেই। কেননা এমন পদক্ষেপ সেই সকল নম্বরের বিরুদ্ধে নেওয়া হয়েছে যে সকল নম্বর স্প্যাম কলের সঙ্গে যুক্ত।
স্প্যাম কল আটকে সাধারণ মানুষদের স্বস্তি দিতে দীর্ঘদিন ধরেই পদক্ষেপ নিচ্ছে ট্রাই। ট্রাইয়ের এমন পদক্ষেপের পরিপ্রেক্ষিতে মাঝে মাঝেই এমন স্প্যাম কলের সঙ্গে যুক্ত থাকা মোবাইল নম্বর এবং তাদের কানেকশন বাতিল করা হয়। সেরকমই কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের দেওয়া বিবৃতিতে জানা গিয়েছে, ২.৭৫ লক্ষের বেশি মোবাইল নম্বর কানেকশন বাতিল করা হয়েছে দু’সপ্তাহের মধ্যে। এর পাশাপাশি ৫০ টি সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন : BSNL Recharge Discount: সস্তার উপর আবার ছাড়, BSNL এখন রিচার্জের উপর দিচ্ছে ২% ছাড়
চলতি বছর জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত স্প্যাম কল এবং মেসেজের বিরুদ্ধে অন্ততপক্ষে ৭.৯ লাখের বেশি অভিযোগ জমা পড়েছে। এমন বিপুল সংখ্যক অভিযোগ জমা পরার পর ট্রাই সম্প্রতি একটি নির্দেশিকা স্পষ্টভাবে জানিয়েছিল, এমন কাজ অবিলম্বে বন্ধ করতে হবে। বন্ধ না করা হলে টেলিমার্কেটার টেলিকম পরিষেবার অপব্যবহার করা নম্বরগুলির উপর দু’বছরের জন্য শাস্তি দেওয়া হবে আর সেই শাস্তি হিসেবে বিচ্ছিন্ন করা হবে সংযোগ।
মূলত ট্রাইয়ের নির্দেশ অনুসারে টেলিকম সংস্থাগুলির এসএমএস ফিল্টারিং প্ল্যাটফর্মে ইউআরএল, ওয়েবলিঙ্ক ইত্যাদি আগেই নথিভুক্ত করার কথা বলা হয়েছিল। কিন্তু সেখানেই সমস্যা তৈরি হয়েছে। তবে এমন একের পর এক স্প্যাম কল অথবা মেসেজ বন্ধ করার ক্ষেত্রে প্রায় যে পদক্ষেপ নিচ্ছে সেই পদক্ষেপ সাধারণ মানুষদের স্বস্তি দেবে বলে আশা করা হচ্ছে।