Discount on Electric Scooters: কেন্দ্রীয় সরকার বরাবর দেশের জনগণের সুবিধার্থে নানা পদক্ষেপ নিয়ে থাকে। অদূর ভবিষ্যতের জন্য জ্বালানি সঞ্চয় এবং পরিবেশ সুরক্ষা ঘিরে কেন্দ্রীয় সরকারের কিছু পদক্ষেপ সত্যি প্রশংসনীয়। মানব সভ্যতাকে জ্বালানি শূন্যতার হাত থেকে রক্ষা দেবার জন্য কেন্দ্রীয় সরকার জনগণকে উৎসাহিত করছে বৈদ্যুতিক গাড়ি কেনার জন্য। জ্বালানিচালিত গাড়ির তুলনায় যদি বৈদ্যুতিক গাড়ির পরিমাণ বৃদ্ধি পায় তাহলে যেমন পরিবেশ দূষণ কমবে তেমনি জ্বালানি শূন্যতার হাত থেকে মানুষ রক্ষা পাবে। আজকের প্রতিবেদনে আপনারা জানতে পারবেন কেন্দ্রীয় সরকার বৈদ্যুতিক স্কুটার এর ওপরে ছাড় রেখেছে ১০০০০ টাকা।
বৈদ্যুতিক গাড়ি নিয়ে ইতিমধ্যেই দেশে উন্মাদনা তুঙ্গে। সাধারণ মানুষের কাছে বৈদ্যুতিক গাড়ি যাতে বেশি মাত্রায় পৌঁছে দেওয়া যায় তার জন্যই কেন্দ্রীয় সরকার এই অভিনব উদ্যোগ নিয়েছে। বৈদ্যুতিক গাড়ির জন্য যে প্রচার দীর্ঘদিন যাবৎ শুরু হয়েছে তার মধ্যে অন্যতম হলো FAME-II স্কিম। কিন্তু ভারী শিল্প মন্ত্রক, মার্চ মাসের শেষে কেন্দ্রীয় সরকার বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানোর জন্য একটি প্রকল্প গ্রহণ করেছে। যার নাম ইলেকট্রিক মোবিলিটি প্রমোশন স্কিম (EMPS)। বৈদ্যুতিক যানবাহন কিনলে এই স্কিমের আওতায় আপনি পেয়ে যেতে পারেন ১০০০০ টাকা ছাড় (Discount on Electric Scooters)।
কেন্দ্রীয় সরকারের এই স্কিমের অধীনে নির্বাচিত বৈদ্যুতিক দুই চাকার গাড়ির এক্স-শোরুম মূল্যের উপর ভর্তুকি দেওয়া হবে ১০ হাজার টাকা (Discount on Electric Scooters)। এই ভর্তুকি দিচ্ছে সম্পূর্ণ কেন্দ্রীয় সরকার। ২০২৪ সালের ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত এই স্কিমটি বৈধ থাকবে। এই মাসের শেষেই এই প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাবে। তবে কেন্দ্রীয় সরকার এখনো প্রকাশ্যে মুখ খোলেনি এই প্রকল্পের মেয়াদ বাড়াবে কিনা সেই ব্যাপারে।
আরো পড়ুন: যাত্রী বহনে সক্ষম ইলেকট্রিক রিক্সা, কিলোমিটার প্রতি খরচ মাত্র ৬ পয়সা
আপনি যদি দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে থাকেন যে ইলেকট্রিক টু হুইলার নেবেন তাহলে এর থেকে ভালো সময় কিন্তু আর হবে না। তার উপর উৎসবের মরশুম ও কেন্দ্রীয় সরকারের এই বিশেষ প্রকল্প ফলে বৈদ্যুতিক স্কুটারগুলিতে অতিরিক্ত ছাড় পেতে পারেন ক্রেতারা (Discount on Electric Scooters)৷
সম্প্রতি কেন্দ্রীয় সরকারের ইলেকট্রিক মোবিলিটি প্রমোশন স্কিমের আওতায় রয়েছে বেশ কয়েকটি প্রিমিয়াম টু হুইলার সংস্থা৷ এর মধ্যে উল্লেখযোগ্য হল Ather 450X, Ather Rizta, Ola S1 Pro, TVS iQube, Bajaj Chetak এবং Vida V1 ইত্যাদি ৷ প্রসঙ্গত, EMPS-এর একটি অংশ হিসাবে, কেন্দ্রীয় সরকার বৈদ্যুতিক দু-চাকার গাড়িগুলির জন্য ৭৭৮ কোটি টাকার বাজেট বরাদ্দ করেছিল। এছাড়াও রয়েছে ৫,০০,০৮০টি ইভি, যা ভর্তুকি পেতে পারে । ক্রেতারা বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে অনেকাংশই ছাড় পাচ্ছেন৷ এই EMPS প্রকল্প ছাড়া ভবিষ্যতের জন্য আর কোনও প্রকল্প চালু করবে কিনা সেই বিষয়েও কেন্দ্রীয় সরকার স্পষ্ট কিছু জানায়নি।