Reliance Jio: বেশি লাভ করতে গিয়ে ক্ষতির মুখে পড়ল রিলায়েন্স জিও, তাই আবার ফিরতে চলেছে সস্তা পরিষেবা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Reliance Jio: লাভ করতে গিয়ে ক্ষতির মুখে পড়ল রিলায়েন্স জিও, আবারো চালু করা হবে সস্তায় পরিষেবা। শুরুর দিন থেকে আম জনতার উদ্দেশ্যে সস্তার পরিষেবা দিয়ে এসেছে রিলায়েন্স জিও (Reliance Jio)। কিন্তু তারপর বেড়েছে রিচার্জের দাম। শুরুতে এই পরিষেবা দেওয়া শুরু হয়েছিল একেবারে বিনামূল্যে। সেই সময় বেশিরভাগ মানুষই জিও সিম তুলে নিয়েছিলেন। বহু মানুষ নিজেদের পুরনো সিমটিকে জিওতে কনভার্ট করে নিয়েছিলেন। কিন্তু এখন দাম বাড়তে বাড়তে প্রায় স্বাভাবিক দামে চলে এসেছে জিওর পরিষেবা। গত জুলাই মাসে জিওসহ প্রায় সব কটি টেলিকম সংস্থা নিজেদের রিচার্জের দাম বাড়িয়েছে। এরপরই সবথেকে বেশি বিক্ষোভের মুখে পড়েছে রিলায়েন্স জিও। সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করছেন কোম্পানির বিরুদ্ধে। এমনকি সিম পোর্ট করে বিএসএনএল করে নেবার ঘটনাও সামনে আসছে। পরিস্থিতি সামাল দিতে আবারো স্বস্তার রিচার্চ প্লানসহ একটি নতুন সস্তার ফোরজি ফোন লঞ্চ করল সংস্থা।

Advertisements

রিলায়েন্স জিওর (Reliance Jio) পক্ষ থেকে অনেকদিন আগেই জিও ফোন নামক একটি স্মার্ট ফোন লঞ্চ করা হয়েছিল। ফোরজি পরিষেবা এবং ইন্টারনেট কানেক্টিভিটি অনেক সস্তায় পাওয়া যেত এই ফোনটি ব্যবহারের মাধ্যমে। কিন্তু বিশেষ কিছু কারণবশত সেই ফোন বাজার থেকে তুলে নেওয়া হয় সংস্থার পক্ষ থেকেই। তবে সম্প্রতি আবারো নতুন একটি ফোরজি ফোন লঞ্চ করেছে সংস্থা। যার নাম রাখা হয়েছে জিও ভারত জে ওয়ান। এই সিরিজের মোট তিনটি মডেল আগে থেকেই বাজারে অ্যাভেলেবেল ছিল। সম্প্রতি চতুর্থ মডেলটি লঞ্চ করল সংস্থা। এতদিন বাজারে পাওয়া যাচ্ছিল জিও ভারত বি ওয়ান, জিও ভারত ভি টু, জিও ভারত ভি টু কার্বন। নতুন সংস্করণ হিসেবে যুক্ত হলো জিও ভারত জে ওয়ান ফোরজি।

Advertisements

অনেকেই আছেন যারা স্মার্টফোন ইউজ করতে চান না। অথবা স্মার্টফোনের পাশাপাশি একটি কিপ্যাড ফোন ইউজ করতে বেশি ভালোবাসেন। তাদের জন্য জিও ভারতের নতুন মডেলটি একেবারে উপযুক্ত। রিলায়েন্স জিওর (Reliance Jio) পক্ষ থেকে লঞ্চ করা জিও ভারত জে ওয়ানে সাধারণ কল, ভিডিও কল, গান শোনা, ভিডিও রেকর্ডিং করা বা দেখা প্রায় সব রকম সুযোগ সুবিধাই পাওয়া যাবে তাও আবার ফোরজি নেটওয়ার্ক সহ। পেয়ে যাবেন জিওর প্রতিটি অ্যাপ এর অ্যাকসেস। এমনকি জিও সিনেমায় সিনেমা দেখতে পারবেন এই ফোনটাতে। ব্যবহার করতে পারবেন ইউপিআই প্রসেসও।

Advertisements

আরো পড়ুন: ২ টাকার তফাৎ, যা দিচ্ছে জিও, তার ডবল দিচ্ছে বিএসএনএল

শুধুমাত্র ফিচারস নয়, দামের দিক থেকেও ফোনটি একেবারে সস্তা। মাত্র কয়েক হাজার টাকা খরচ করলেই আপনি কিনতে পারবেন এই মডেলটি। রিলায়েন্স জিওর (Reliance Jio) নতুন এই ফোনটির দাম রাখা হয়েছে মাত্র ১৭৯৯ টাকা। একটি স্মার্ট ফোনের রিচার্জ করতে যে টাকা খরচ হয়, সেই টাকাতে গোটা একটা ফোন দিচ্ছে রিলায়েন্স জিও। রিচার্জের ক্ষেত্রেও কোন ঝামেলা নেই। মাসে মাত্র ১২০ টাকা রিচার্জ করলেই ব্যবহার করা যাবে। তবে এখনো পর্যন্ত অফলাইন শপিং এর ক্ষেত্রে এই ফোনটি তেমনভাবে অ্যাভেলেবল করা হয়নি। আপাতত অনলাইন শপিংয়ের ক্ষেত্রেই এই ফোনটি পাওয়া যাবে। আপনি চাইলে অ্যামাজন থেকে অর্ডার করতে পারেন নতুন জিও ভারত যে ওয়ান ফোরজি ফোনটি।

শুরুর দিন থেকেই জনপ্রিয়তা পেয়েছে রিলায়েন্স জিওর (Reliance Jio) প্রতিটা প্রোডাক্ট। জিও ফোন যখন লঞ্চ করা হয়েছিল, তখন রীতিমত হুলুস্থুল পড়ে গেছিল এই ফোন কেনা নিয়ে। কারণ সেই মুহূর্তে সংস্থার পক্ষ থেকে একটি অফার দেওয়া হয়েছিল। নির্দিষ্ট ফোনটি কিনলে এক মাসের আনলিমিটেড কলের খরচ পড়বে মাত্র ৭৫ টাকা। এ ছাড়া থাকবে জিও সাওয়ান থেকে গান শোনা, ইউটিউব থেকে ভিডিও দেখার মতন সব রকম স্বাভাবিক সুযোগ সুবিধা। তবে রিচার্জের দাম এখন বাড়ানো হয়েছে। ২৮ দিনের জন্য আনলিমিটেড কল এবং ১৪ জিবি ডেটা সহ পুরো রিচার্জ প্যাকেজটির দাম পড়বে ১২০ টাকা।

Advertisements