Biswabina Scholarship: ট্যাবের ১০ হাজার টাকা অতীত, এবার পড়ুয়ারা পাবে ১২ হাজার টাকা, চলছে আবেদন

Shyamali Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব অথবা স্মার্টফোন কেনার জন্য রাজ্য সরকারের তরফ থেকে ১০ হাজার টাকা দেওয়া হয়। এই টাকা তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় দেওয়া হয়ে থাকে। তবে আগামী ৫ সেপ্টেম্বর এই প্রকল্পের টাকা দেওয়ার কথা থাকলেও হঠাৎ রাজ্য সরকার আপাতত টাকা প্রদান স্থগিত রেখেছে। এমন পরিস্থিতিতে ১০ হাজার টাকা অতীত হলেও পড়ুয়ারা কিন্তু পেতে পারেন ১২ হাজার টাকা। যার আবেদন ইতিমধ্যেই শুরু হয়েছে।

Advertisements

পড়ুয়াদের এমন ১২০০০ টাকা একটি অর্গানাইজেশনের তরফ থেকে দেওয়া হচ্ছে স্কলারশিপ আকারে। যে অর্গানাইজেশনের নাম হল বিশ্ববীণা ফাউন্ডেশন। নিজেদের ফাউন্ডেশনের নাম অনুসারেই ওই অর্গানাইজেশন স্কলারশিপটির নাম রেখেছে বিশ্ববীণা স্কলারশিপ (Biswabina Scholarship)। এই স্কলারশিপের আওতায় কারা টাকা পাওয়ার জন্য যোগ্য এবং কিভাবে আবেদন করতে হবে চলুন দেখে নেওয়া যাক।

Advertisements

যে সকল পড়ুয়ারা উচ্চ মাধ্যমিক পাশ করার পর কোন পেশাদারী কোর্স অথবা কোন টেকনিকেল কোর্স নিয়ে পড়াশোনা করবে তাদের জন্য ওই নন প্রফিট অর্গানাইজেশনের তরফ থেকে এমন স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আবেদন করার পর যারা যোগ্য প্রার্থী হিসাবে বিবেচিত হবে তাদের পড়াশুনোর খরচের পাশাপাশি খাওয়ার খরচ দেওয়া হয় এই স্কলারশিপের আওতায় ওই অর্গানাইজেশনের তরফ থেকে।

Advertisements

আরও পড়ুন : Aikyashree Scholarship Rules Changed: ঐক্যশ্রী স্কলারশিপের নিয়মে বদল, নতুন করে আবেদন শুরু পাশাপাশি সুবিধা বাড়িয়ে দিল রাজ্য

যারা আবেদন করবে তাদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারী পড়ুয়াদের অন্ততপক্ষে ৮০% নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও শর্ত অনুযায়ী আবেদনকারী পড়ুয়াকে অবশ্যই কোন পেশাদারী কোর্স অথবা টেকনিক্যাল কোর্স নিয়ে পড়াশোনার জন্য ভর্তি হতে হবে। এই স্কলারশিপে আবেদন করার জন্য https://biswabinafoundation.in/ ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে। এরপর সেই ফর্ম প্রিন্ট আউট করে সঠিকভাবে ফিলাপ করে সংস্থার ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। আবেদন জমা করার শেষ তারিখ হল ১৫ সেপ্টেম্বর ২০২৪।

যে ঠিকানায় আবেদন পাঠাতে হবে সেই ঠিকানা হলো, বিশ্ববিনা ফাউন্ডেশন, M/9, Bidhannagar (Near Lalkuthi), P.O-Paschim Medinipur, Pin-721101। আবেদন করার সময় নথি হিসাবে জমা দিতে হবে মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের সেলফ অ্যাটেস্টেড মার্কশিটের কপি, বার্থ সার্টিফিকেট, ক্যাটাগরি সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), রেশন কার্ড, আধার কার্ড, পারিবারিক বার্ষিক আয়ের সার্টিফিকেট, অ্যাডমিশন স্লিপ এবং ব্যাঙ্কের ডিটেলস।

Advertisements