Dream Bazar Mall: শুরুতেই সব শেষ, উদ্বোধনের দিনই ভাঙচুর এবং লুটপাট পাকিস্তানি মলে। পাকিস্তানের করাচিতে একটি নতুন মল (Dream Bazar Mall) উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের দিনই রীতিমতো ভাঙচুর চালানো হয়েছে সেখানে। হঠাৎই মলের ভিতর ঢুকে পড়ে কিছু অযাচিত ব্যক্তি। তারা গোটা মল জুড়ে লুটপাট চালায়। শুধু লুটপাট এই থেমে থাকেনি, ভাঙচুরও করা হয়েছে মলের ভিতর। লন্ডভন্ড করে দেওয়া হয়েছে সমস্ত জিনিস। লুটপাটের কারণে কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল, পাশাপাশি সমস্ত জিনিস ওলট-পালট করে দেওয়ার কারনে সম্পূর্ণটাই ক্ষতির মুখে পড়েছে। শুরুর দিনই বড়সড় ক্ষতির মুখ দেখল মল কর্তৃপক্ষ ।
পাকিস্তানে উদ্বোধন হওয়া নতুন মলটিতে হুড়মুড় করে ঢুকে পড়ে জনগণ। এরপর চালানো হয় ভাঙচুর এবং লুটপাট। এই পুরো ঘটনাটির ভিডিও রেকর্ডিং করেছেন সেখানে উপস্থিত এক ব্যক্তি এই ভিডিও সোশ্যাল মিডিয়ার পোস্ট হতেই তা ব্যাপকহারে ভাইরাল হয়। শুরুর দিনেই এইভাবে সবকিছু শেষ করে দেওয়ার ঘটনা বোধহয় এর আগে কোথাও দেখা যায়নি। পাকিস্তানে ঘটে যাওয়া এই ঘটনা ঘিরে সরগরম হয়ে রয়েছে সোশ্যাল মিডিয়া।
পাকিস্তানের অন্তর্গত করাচির গুলিস্তানের জহর এলাকায় ঘটছে ঘটনাটি। সেখানে একটি শপিং মল উদ্বোধন করা হয়েছিল। মলটির নাম ড্রিম বাজার (Dream Bazar Mall)। কিন্তু উদ্বোধনটা আর শুভ হলো না। শুরুর দিনে দুঃস্বপ্নের ছায়া ঘনিয়ে এলো ড্রিম বাজার মলটির মাথায়। বেশ কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়েছিল এই মল উদ্বোধনের কথা। সেই পোস্টে বলা হয়েছিল, উদ্বোধনের দিন বড় রকমের ছাড় দেওয়া হবে প্রতিটি প্রোডাক্টের উপর। নির্ধারিত সময় মল ওপেন হওয়া অব্দি সব স্বাভাবিক ছিল। কিন্তু স্থানীয় সময় ঠিক দুপুর তিনটের সময় মল উদ্বোধন হবার পরেই শুরু হয় সমস্যা। স্থানীয় মানুষ হুরমুর করে মলের ভেতর ঢুকে পড়ে লুটপাট চালাতে থাকে। কিন্তু শুধুমাত্র লুটপাটে বিষয়টা থেমে যায়নি। রীতিমতো ভাঙচুর চালানো হয়েছে সেই মলের ভিতরে। উদ্বোধনের মতনই ভাঙচুরের ঘটনাটি ও ভাইরাল হয়ে রয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরো পড়ুন: সেনা বা অর্থনীতিতে ভারতের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী কোন দেশ, বাংলাদেশ নাকি পাকিস্তান
পাকিস্তানের নতুন ড্রিম বাজার মলটি (Dream Bazar Mall) তৈরী করেছেন এক প্রবাসী পাকিস্তানি। তিনি দেশে না থাকলেও দেশের মানুষদের জন্য কিছু করতে চেয়েছিলেন। কিন্তু তার উদ্দেশ্য সঠিকভাবে সফল হতে দিলো না স্থানীয়রা। মল উদ্বোধন হওয়ার পরে ভিতরে প্রবেশ করে লুটপাট চালাতে শুরু করে তারা। প্রথমদিকে মলের কর্মচারীরা জনতাকে আটকানোর চেষ্টা করতে থাকে। কিন্তু খুব বেশি সময় সেই চেষ্টা কাজে দেয়নি। সাধারণ মানুষের চাপে হার মানতে হয় কর্মচারীদের। এরপর চোখের সামনে যে যা পেয়েছে তাই নিয়ে ব্যাগে ভরে পালিয়ে গেছে। ভাঙচুর লুটপাটের মধ্যে দিয়ে এক তুলকালাম কান্ড বাঁধিয়ে বসেছিল। সেই মুহূর্তে কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি কর্তৃপক্ষের পক্ষে।
A Huge Mall Dream Bazar was built by a Pak foreign businessesman in Karachi, Pakistan- On it's inauguration yesterday he offered special discount for Pakistani locals….. and the whole Mall was looted pic.twitter.com/ah4d2ULh3l
— Megh Updates 🚨™ (@MeghUpdates) September 1, 2024
সেখানে উপস্থিত অন্যান্যদের মতে, পুলিশকে খবর দেওয়া হয়েছিল কিন্তু খবর পাবার পরও তারা কোন প্রকার তৎপরতা দেখায়নি। ঘটনা চলাকালীন সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও কোনরকম পদক্ষেপ গ্রহণ করেনি তারা। এমনটাই অভিযোগ উঠেছে পাকিস্তান পুলিশের বিরুদ্ধে। সেখানে উপস্থিত শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা সেই সময় এই ঘটনার ভিডিও করতে ব্যস্ত ছিলেন। ভিডিওটি প্রকাশ্যে আসতেই নানা রকম মতবাদ ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে। কেউ বলছেন কিভাবে শুরুর দিন এইভাবে ধ্বংসলীলা চালানো সম্ভব? আবার কেউ মানুষের মানবিকতা নিয়ে প্রশ্ন তুলছেন। ওখানে দাঁড়িয়ে ভিডিও না করে কেন তারা প্রতিবাদের চেষ্টা করলেন না? তা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও কেন কোন পদক্ষেপ নেওয়া হলো না? সেটা নিয়েও প্রশ্ন তুলছে সোশ্যাল মিডিয়া।